মন্দার পুঁজিবাজারে আসছে ২০০ কোটি টাকার একটি মিউচুয়াল ফান্ড। ‘ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড’ নামের ফান্ডটি বাজারে আনতে যাচ্ছে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।
জানা গেছে, ফান্ডটির উদ্যোক্তা গ্রামীণ ব্যাংক। আলোচিত ফান্ডের ট্রাস্টির দায়িত্ব পালন করবে রাষ্ট্রীয় মালিকানার আর্থিক প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ লিমিটেড (আইসিবি)। এটি হবে একটি মেয়াদি মিউচুয়াল ফান্ড।
রোববার রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে ফান্ডের উদ্যোক্তা গ্রামীণ ব্যাংক এবং ফান্ডের ট্রাস্টি আইসিবি’র মধ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এসময় গ্রামীণ ব্যাংকের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোসলেহ উদ্দীন। আর আইসিবির পক্ষে চুক্তি স্বাক্ষর করেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন এবং ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্টের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. মাহফুজুর রহমান।