ঢাকা     ০৭ জানুয়ারি ২০২৫ ||  ২৪ পৌষ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

শেয়ার কেনার ঘোষণা ব্যাংকের এমডির

প্রকাশিত: ০৮:৩৬, ১৫ মে ২০২৩

আপডেট: ০৮:২৫, ২৪ মে ২০২৩

শেয়ার কেনার ঘোষণা ব্যাংকের এমডির

পুঁজিবাজার ১ লাখ ৮ হাজার ৯৩৬টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন উত্তরা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রবিউল হোসেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক বা ব্লক মার্কেট থেকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এ শেয়ার কিনবেন তিনি।

ডিএসই সূত্রে জানা গেছে,  সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ২৮ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে উত্তরা ব্যাংক লিমিটেডের পর্ষদ। এর মধ্যে ১৪ শতাংশ নগদ ও ১৪ শতাংশ স্টক লভ্যাংশ।

২০২২ হিসাব বছরে উত্তরা ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ২০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৪৫ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩১ টাকা ৭৯ পয়সায়।