ঢাকা     ০৬ জানুয়ারি ২০২৫ ||  ২২ পৌষ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ইসলামী ব্যাংকে দুবাইয়ের কোম্পানির বিনিয়োগ

প্রকাশিত: ০৭:১০, ২৫ মে ২০২৩

আপডেট: ১৪:০১, ২৭ মে ২০২৩

ইসলামী ব্যাংকে দুবাইয়ের কোম্পানির বিনিয়োগ

বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে ১১১ কোটি টাকা বিনিয়োগ করেছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক বিটিএ ওয়েলথ ম্যানেজমেন্ট। গত ২৭ এপ্রিল ব্লক মার্কেটে প্রতিটি ৩২.৬ টাকা দরে ইসলামী ব্যাংকের ২ শতাংশ অর্থাৎ ৩.৪২ কোটি ইউনিট শেয়ার ক্রয়ের মাধ্যমে এ বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম বলেন, নতুন প্রতিষ্ঠিত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি [বিটিএ ওয়েলথ] দুবাইতে বিএসইসি রোড শোতে বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। এরপরই পরীক্ষামূলকভাবে তারা ইসলামী ব্যাংকে বিনিয়োগ করেছে।

বিটিএ এর ওয়েবসাইট থেকে আরো জানা গেছে, উদীয়মান বাজারে বিনিয়োগের জন্য ২০২২ সালে ‘বিটিএ টাইগার ফান্ড’ নামে একটি বিনিয়োগ তহবিল গঠন করেছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে, সৌদি আরব ভিত্তিক আল-রাজি কোম্পানি ফর ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এবং অ্যারাবাস ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট এজেন্সির যৌথভাবে ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিশোধিত মূলধনে ২২.০৪% শেয়ার রয়েছে। এছাড়া বিদেশী বিনিয়োগকারীরা ব্যাংকের আরও ২০.২৩% শেয়ারের মালিক। ব্যাংকের মোট শেয়ারের ৪২.২৭% এর মালিক বিদেশী, স্পনসর এবং সাধারণ শেয়ারহোল্ডাররা।