ঢাকা     ১৬ ডিসেম্বর ২০২৪ ||  ২ পৌষ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

পুঁজিবাজারে আসছে ২৫ কোটি টাকার নতুন ফান্ড

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৪:৫৩, ১৯ জুন ২০২৩

পুঁজিবাজারে আসছে ২৫ কোটি টাকার নতুন ফান্ড

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নতুন একটি মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ২৫ কোটি টাকা।

সোমবার অনুষ্ঠিত বিএসইসির ৮৭২তম কমিশন সভায় সিডব্লিউটি-কমিউনিটি ব্যাংক শরীয়াহ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন দেয়া হয়। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, ফান্ডের উদ্যোক্তা কমিউনিটি ব্যাংক লিমিটেড ফান্ডের ১০ শতাংশ অর্থাৎ আড়াই কোটি টাকার যোগান দেবে। বাকী ২২ কোটি ৫০ লাখ টাকার ইউনিট সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

ফান্ডের সম্পদ ব্যবস্থাপক সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। এর ট্রাস্টি ও কাস্টোডিয়ানের দায়িত্ব পালন করবে যথাক্রমে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ব্র্যাক ব্যাংক লিমিটেড।