ঢাকা     ২৭ ডিসেম্বর ২০২৪ ||  ১৩ পৌষ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

১৩ বছরে সর্বোচ্চ মুনাফায় বিএটিবি

প্রকাশিত: ১৫:৫১, ২৫ জুলাই ২০২৩

আপডেট: ২০:১৫, ৩০ জুলাই ২০২৩

১৩ বছরে সর্বোচ্চ মুনাফায় বিএটিবি

১৩ বছরের মধ্যে সর্বোচ্চ মুনাফা করেছে বহুজাতিক ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)। বছরের ব্যবধানে কোম্পানিটির ৩৭২ কোটি পিস সিগারেট বিক্রি বেড়েছে। আর ৬ মাসে বিএটিবি মুনাফা করেছে ৯৫০ কোটি টাকা।

কোম্পানি প্রকাশিত চলতি বছরের অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদনে দেখা যায়, বছরের প্রথম ছয় মাসে ২১ হাজার ২৩০ কোটি টাকার রেকর্ড সিগারেট ও তামাকজাত পণ্য বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। এ বিক্রির বিপরীতে সংশ্লিষ্ট খরচ ও কর বাদ দেওয়ার পর কোম্পানিটি মুনাফা করেছে ৯৫০ কোটি টাকা, যা গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ।

২০১০ সালের অর্ধবার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ওই বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটি ৩ হাজার ৩৭৬ কোটি টাকার পণ্য বিক্রি করে। সে বছর কোম্পানির নিট মুনাফা ছিল ১৫৪ কোটি টাকা। সেই হিসাবে ১৩ বছরে বহুজাতিক এ কোম্পানিটির আয় ও মুনাফা ছয় গুণের বেশি বেড়েছে।

ছয় মাসে কোম্পানির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ৫৯ পয়সায়, যা গত বছরের একই সময়ে ছিল ১৬ টাকা ৯৩ পয়সা। তবে রেকর্ড আয় ও মুনাফা হলেও, গতকাল কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসেই আটকে ছিল। গত বছরের ৬ সেপ্টেম্বর থেকে কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ৫১৮ টাকা ৭০ পয়সায় ফ্লোর প্রাইসে আটকে আছে।