ঢাকা     ২৭ ডিসেম্বর ২০২৪ ||  ১৩ পৌষ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

দামি শেয়ার: রেকিট বেনকিজারকে পেছনে ফেললো হিমাদ্রি

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ২১:৪৬, ১৯ সেপ্টেম্বর ২০২৩

দামি শেয়ার: রেকিট বেনকিজারকে পেছনে ফেললো হিমাদ্রি

পুঁজিবাজারে রেকিট বেনকিজারকে (বাংলাদেশ) পেছনে ফেলে দেশের সবচেয়ে দামি শেয়ার এখন স্বল্প পরিচিত কোল্ড স্টোরেজ কোম্পানি হিমাদ্রি লিমিটেড। সোমবার ডিএসইতে হিমাদ্রির শেয়ারের দাম ১০ শতাংশ বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৪৭৪ টাকা। আর রেকিট বেনকিজারের শেয়ার লেনদেন হয়েছে ৪ হাজার ৮২০ টাকায়।

মূলত শেয়ারের সংখ্যা কম থাকায় হিমাদ্রি লিমিটেডের শেয়ারের দাম বাড়ছে বলে জানা গেছে। তবে বিষয়টিকে ভালো চোখে দেখছেন না বাজার বিশ্লেষকরা।

হিমাদ্রি লিমিটেডের শেয়ার আছে মোট সাড়ে সাত লাখ, যার পরিশোধিত মূলধন ৭৫ লাখ টাকা। এর মধ্যে ৬৫ শতাংশ স্পন্সর ও পরিচালকদের কাছে, এক দশমিক ৪৮ শতাংশ সরকার ও বাকি অংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে। ২০২১ সালের সেপ্টেম্বরে হিমাদ্রি লিমিটেডকে ওটিসি মার্কেট থেকে এসএমই প্ল্যাটফর্মে স্থানান্তর করা হয়।

২০২২ সালে রেকিট ৯৮০ শতাংশ ও হিমাদ্রি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। শেয়ারপ্রতি আয়ের তুলনায় বর্তমানে শেয়ারের দাম (প্রাইস-টু-আর্নিং হার) গত ১১ সেপ্টেম্বর পর্যন্ত রেকিটের ছিল ৩৮ এবং হিমাদ্রির ছিল এক হাজার ২০। এতে বুঝা যাচ্ছে রেকিট বেনকিজারের তুলনায় হিমাদ্রির শেয়ার কতটা ঝুঁকিপূর্ণ।