ঢাকা     ১৬ ডিসেম্বর ২০২৪ ||  ২ পৌষ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

সিগারেট বিক্রি করে বিএটিবিসির রেকর্ড আয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৮, ২৬ অক্টোবর ২০২৩

সিগারেট বিক্রি করে বিএটিবিসির রেকর্ড আয়

ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মেয়াদে সিগারেট বিক্রি করে ২৯ হাজার ৩৫০ কোটি টাকার রেকর্ড আয় করেছে।

২০২৩ সালের প্রথম নয় মাসের রাজস্ব আগের বছরের তুলনায় ১০.৪৫% বৃদ্ধি পেয়েছে। এই সময়ের মধ্যে তামাক বিক্রেতা কোম্পানিটি ৫,২২৯ কোটি সিগারেট স্টিক বিক্রি করে রেকর্ড ২৯ হাজার ৩৫০ কোটি টাকা আয় করেছে।

তবে কোম্পানিটিকে তার রাজস্ব থেকে সরকারি কোষাগারে সম্পূরক শুল্ক এবং ভ্যাট হিসাবে ২২,৫৫৭ কোটি টাকা পরিশোধ করতে হয়েছে।

আর সিগারেট বিক্রি করে চলতি বছরের প্রথম নয় মাস শেষে কোম্পানিটির মুনাফা হয়েছে ১,৩৫৫ কোটি টাকা এবং শেয়ার প্রতি আয় হয়েছে  ২৫.১১ টাকা।

এদিকে কোম্পানিটি রুফটপ সোলার প্যানেল এবং স্টিম প্রি-সিজার ইউনিটে ও কোম্পানির ফাইবেক্স প্লান্টে ৩৩ কোটি ২১ লাখ টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।