ঢাকা     ১৬ জানুয়ারি ২০২৫ ||  ২ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

পুঁজিবাজারে আসছে নতুন কোম্পানি

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ০১:৫১, ২ নভেম্বর ২০২৩

পুঁজিবাজারে আসছে নতুন কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান কায়লার রেপ্লিকা লিমিটেড শেয়ারবাজারে আসতে বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল লিমিটেড ও এমটিবি ক্যাপিটাল লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে।

চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল প্যাকেজিং খাতের প্রতিষ্ঠান কায়লার রেপ্লিকা লিমিটেডের কর্পোরেট উপদেষ্টা হিসেবে কাজ করবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির ইস্যু ম্যানেজার হিসেবেও কাজ করবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুমিত পোদ্দার এবং কায়লার রেপ্লিকা লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা চুক্তিতে স্বাক্ষর করেন।