ঢাকা     ১৫ জানুয়ারি ২০২৫ ||  ২ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

আট উদ্যোক্তা পরিচালকের ৫৮ কোটি টাকার শেয়ার বিক্রির ঘোষণা

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ০২:৪৮, ২৭ নভেম্বর ২০২৩

আট উদ্যোক্তা পরিচালকের ৫৮ কোটি টাকার শেয়ার বিক্রির ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত সান লাইফ ইন্স্যুরেন্সের ৮ উদ্যোক্তা ও পরিচালক ১ কোটি ১০ লাখ ২৮ হাজার ২৮১টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। তাদের ঘোষণাকৃত শেয়ারের বর্তমান বাজারদর ৫৮ কোটি টাকার বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, কোম্পানির উদ্যোক্তা জাহিদ মালেক তার কাছে থাকা মোট ২৯ লাখ ৫৮ হাজার শেয়ার বিক্রি করবেন। কোম্পানির অপর উদ্যোক্তা মোস্তাক আহমেদ ৭ লাখ ৯৪ হাজার ৬৭২টি শেয়ার, শাবানা মালেক ৭ লাখ ১৫ হাজার ২১৩টি শেয়ার, কাজী আখতার হামিদ ৭ লাখ ৮৬ হাজার ৩৭৮টি শেয়ার, রুবিনা হামিদ ১৭ লাখ ৫৬ হাজার ৭৬০টি শেয়ার, রাহাত মালেক ৩০ লাখ ৪৯ হাজার ৮০০ শেয়ার, সাইদুর রহমান ২ লাখ ৫০ হাজার ২৯টি এবং অ্যাডভোকেট শায়লা ফেরদৌস ৭ লাখ ১৭ হাজা ৪২৯টি শেয়ার বিক্রি করবেন।

এই ৮ উদ্যোক্তা ও পরিচালক তাদের হাতে থাকা মোট ১ কোটি ১০ লাখ ২৮ হাজার ২৮১টি শেয়ার বিক্রি করবেন। যার বাজারদর ৫৮ কোটি ৩৩ লাখ ৯৬ হাজার ৬৪ টাকা।

এই উদ্যোক্তা পরিচালকরা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবে।