ঢাকা     ১৬ ডিসেম্বর ২০২৪ ||  ২ পৌষ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

পুঁজিবাজারে উন্নয়নে ১০০ কোটি টাকা ঋণের ঘোষণা

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ২০:১৭, ৪ জানুয়ারি ২০২৪

আপডেট: ১৯:৫৩, ৭ জানুয়ারি ২০২৪

পুঁজিবাজারে উন্নয়নে ১০০ কোটি টাকা ঋণের ঘোষণা

পুঁজিবাজারের স্থিতিশীলতা এবং উন্নয়নে ক্যাপিটাল মার্কেট মধ্যস্থতাকারীদের মাঝে ১০০ কোটি টাকা ঋণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্যাপিটাল মার্কেট স্টাবিলাইজেশন ফান্ড। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরামর্শে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত সিএমএসএফ জরুরী বোর্ড সভায় এ ঋণ তহবিল বিতরণের অনুমোদন দেয়া হয়। এতে বাজার মধ্যস্থতাকারীরা সিএমএসএফ নীতিমালা এবং বিএসইসি নির্দেশনা অনুসারে সিএমএসএফ মনোনীত ব্যাংকের মাধ্যমে এই ঋণ গ্রহণ করতে পারবে।

সিএমএসএফ’র পরিচালনা পর্ষদ মনে করে আলোচ্য এ ঋণ বিতরণ কর্মসূচির মাধ্যমে ক্যাপিটাল মার্কেট মধ্যস্থতাকারীদের ক্ষমতায়নের মাধ্যমে পুঁজিবাজারকে শক্তিশালী ও স্থিতিশীল রাখায় ভূমিকা রাখবে। এছাড়া উদ্যোগটি একটি স্থিতিস্থাপক আর্থিক ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে বাজারের গতিশীলতা বৃদ্ধিতে বিশেষ সহায়ক হিসেবে কাজ করবে।