ঢাকা     ১৬ ডিসেম্বর ২০২৪ ||  ২ পৌষ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ডিএসইর বাজার মূলধন বাড়লো সাড়ে ৫ হাজার কোটি টাকা

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ২২:১৭, ১৬ আগস্ট ২০২৪

আপডেট: ২২:৩১, ২২ আগস্ট ২০২৪

ডিএসইর বাজার মূলধন বাড়লো সাড়ে ৫ হাজার কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে গড় লেনদেন ৫৩ শতাংশের বেশি বেড়েছে। পাশাপাশি এ সময় ডিএসইর মূলধন বেড়েছে ৫ হাজার কোটি টাকার বেশি।

সাপ্তাহিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে সপ্তাহজুড়ে প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে এক হাজার ২৮২ কোটি ২২ লাখ টাকা। যা তার আগের সপ্তাহে হয়েছিল ৮৩৪ কোটি ৯৭ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৫৩ দশমিক ৫৭ শতাংশ বা ৪৪৭ কোটি ২৬ লাখ টাকা।

তথ্য অনুযায়ী, সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮ হাজার ৯৬৪ কোটি ৪০ লাখ টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন ছিল ৭ লাখ ৩ হাজার ৯১৩ কোটি ৮ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে দশমিক ৭২ শতাংশ বা ৫ হাজার ৫১ কোটি টাকা।

বিদায়ী সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬ হাজার ৪১১ কোটি ১২ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৩ হাজার ৩৩৯ কোটি ৮৬ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে তিন হাজার ৭১ কোটি ২৬ লাখ টাকা। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ২০ দশমিক ৯৭ পয়েন্ট। তবে ডিএসই-৩০ সূচক বেড়েছে ৪৬ দশমিক ৬২ পয়েন্ট। আর ডিএসইএস সূচক কমেছে ১০ দশমিক ১৯ পয়েন্ট।

সপ্তাহজুড়ে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ২৭৮টির এবং ১৫টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।