ঢাকা     ২০ জানুয়ারি ২০২৫ ||  ৭ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বিএটি বাংলাদেশের ছয় মাসে ২২ হাজার কোটির টাকার বেশি সিগারেট বিক্রি

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ০৩:২৯, ২৫ আগস্ট ২০২৪

বিএটি বাংলাদেশের ছয় মাসে ২২ হাজার কোটির টাকার বেশি সিগারেট বিক্রি

বহুজাতিক সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে মোট ২২ হাজার ৩৩৯ কোটি টাকার সিগারেট বিক্রি করেছে।

কোম্পানিটির হাফ ইয়ারলি আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, এই বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ বেশি।

তবে কোম্পানিটি এই ২২ হাজার ৩৩৯ কোটি টাকার মধ্যে ১৭ হাজার ৪৫৪ কোটি টাকা ভ্যাট ও সম্পূরক শুল্ক হিসেবে সরকারকে পরিশোধ করেছে।

এদিকে, চলতি বছরের প্রথম ছয় মাসে বিএটি বাংলাদেশের মুনাফা হয়েছে ৯২৫ কোটি টাকা, যা এর আগের বছর একই সময়ে ছিল ৯৪৯ কোটি টাকা।