ঢাকা     ১২ ফেব্রুয়ারি ২০২৫ ||  ৩০ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বিএটি বাংলাদেশের ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ১৫:৪৪, ৬ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১২:০২, ৯ ফেব্রুয়ারি ২০২৫

বিএটি বাংলাদেশের ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

তামাক খাতের বহুজাতিক কোম্পানিটি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বা বিএটি বাংলাদেশ ২০২৪ সালের জন্য ১৫০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে দেয়া ঘোষণা অনুসারে, তাদের মোট লভ্যাংশ হবে ৩০০ শতাংশ নগদ। এর মধ্যে ১৫০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশও রয়েছে, যা গত ডিসেম্বরেই পরিশোধ করেছে কোম্পানিটি।

চূড়ান্ত লভ্যাংশ এবং নিরীক্ষিত আর্থিক বিবৃতি অনুমোদনের জন্য আগামী ২৫ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ ফেব্রুয়ারি।

গত বছর বিএটি বাংলাদেশের শেয়ারপ্রতি আয় ছিল ৩২.৪২ টাকা, যা এর আগের বছরে ছিল ৩৩.১১ টাকা।

লভ্যাংশ ঘোষণার পর বৃহস্পতিবার লেনদেন শুরু হওয়ার পর প্রথম আধঘন্টায় কোম্পানিটির শেয়ারের দাম ০.৯৩ শতাংশ কমে ৩৫০ টাকা দাঁড়ায়।