ঢাকা     ১২ ফেব্রুয়ারি ২০২৫ ||  ৩০ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

পুঁজিবাজার থেকে ৫০০ কোটি টাকা তুলবে সাউথইস্ট ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০১, ৯ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৫:২২, ১১ ফেব্রুয়ারি ২০২৫

পুঁজিবাজার থেকে ৫০০ কোটি টাকা তুলবে সাউথইস্ট ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক পিএলসি সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। এই বন্ড ছেড়ে বাজার থেকে ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে ব্যাংকটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এজানা গেছে, আলোচিত বন্ডের মেয়াদ হবে ৭ বছর। এটি হবে ফুললি রিডেম্বল, অর্থাৎ মেয়াদ শেষে এই বন্ডের সম্পূর্ণ অবসায়ন হবে। বন্ডটি হবে নন-কনভার্টিবল। অর্থাৎ এই বন্ডের কোনো অংশ শেয়ারে রূপান্তরিত হবে না। আলোচিত বন্ডটি হবে কুপনযুক্ত। নির্দিষ্ট সময় পর পর বন্ডধারীকে প্রাপ্য সুদ পরিশোধ করা হবে। আর এর সুদের হার হবে ভাসমান। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড বরাদ্দ করা হবে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু সংক্রান্ত এই সিদ্ধান্ত কার্যকর হবে।