ঢাকা     ১২ ফেব্রুয়ারি ২০২৫ ||  ৩০ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

স্ত্রী-মেয়েকে ৫৯৩ কোটি টাকার শেয়ার উপহার দিলেন ওয়ালটনের উদ্যোক্তা পরিচালক

প্রকাশিত: ১৪:১৪, ১২ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৪:১৭, ১২ ফেব্রুয়ারি ২০২৫

স্ত্রী-মেয়েকে ৫৯৩ কোটি টাকার শেয়ার উপহার দিলেন ওয়ালটনের উদ্যোক্তা পরিচালক

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির উদ্যোক্তা পরিচালক এসএম রেজাউল আলম তার স্ত্রী ও মেয়েকে ৫৯৩ কোটি টাকার শেয়ার উপহার দিয়েছেন। গত ২২ জানুয়ারি এ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছিলন তিনি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ওয়ালটনের উদ্যোক্তা পরিচালক তার স্ত্রী ফাহিমা হোসনাকে ৬০ লাখ ৬০ হাজার ও মেয়ে রোশমী রুহিকে সমপরিমাণ শেয়ার উপহার দিয়েছেন। শেয়ার হস্তান্তরের দিনে গত সোমবার ডিএসইতে শেয়ারটির সমাপনী দর ছিল ৪৮৯ টাকা ৫০ পয়সা। সে হিসেবে হস্তান্তরকৃত শেয়ারগুলোর দাম ৫৯৩ কোটি ২৭ লাখ টাকা।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ওয়ালটনের কর-পরবর্তী নিট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৩০৪ কোটি ৪৭ লাখ টাকায়, আগের হিসাব বছরে যা ছিল ৩৪০ কোটি ৩৫ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ৫ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ১১ টাকা ২৪ পয়সা।