ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটর আমরা টেকনোলজিস লিমিটেডের ৫০ শতাংশ ব্যান্ডউইথ ব্লকের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
গত সোমবার প্রতিষ্ঠানটির ব্যান্ডউইথ ব্লকের নির্দেশনা দিয়ে একটি চিঠি পাঠিয়েছে বিটিআরসি। প্রায় ৩৪ কোটি টাকা বকেয়া রাজস্ব পরিশোধ না করায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
বিটিআরসির চিঠিতে বলা হয়, সরকারের বকেয়া রাজস্ব যথা সময়ে না দেয়ায় ৫০ শতাংশ ব্যান্ডউইথ ব্লক করে বিটিআরসিকে অবহিতকরণের নির্দেশ প্রদান করা হয়েছে। নির্দেশনা বাস্তবায়ন করতে ইতিমধ্যে বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল), বিটিসিএল, ফাইবার অ্যাট হোম, সামিট কমিউনিকেশনস লিমিটেড, ওয়ান এশিয়া এএইচএল–জেভি, ম্যাঙ্গো টেলিসার্ভিসেস লিমিটেড, বিডিলিংক কমিউনিকেশনস লিমিটেড ও নভোকম লিমিটেডকে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
উল্লেখ্য, নির্দেশনা অনুযায়ী নেটওয়ার্কস আইআইজি ব্যান্ডউইথ ৫০ শতাংশ ব্লক করে দেওয়া হলে কোম্পানিটির ইন্টারনেট সেবার মান হ্রাস পাবে। এর ফলে প্রতিষ্ঠানটির সেবাগ্রহীতারা ধীরগতির ইন্টারনেট পাবেন।