ঢাকা     ১১ মার্চ ২০২৫ ||  ২৬ ফাল্গুন ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ই-কমার্স সাইট সেলেক্সট্রার অফলাইনে যাত্রা শুরু

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ২২:০৯, ২০ আগস্ট ২০২২

ই-কমার্স সাইট সেলেক্সট্রার অফলাইনে যাত্রা শুরু

অনলাইন শপ সেলেক্সট্রা (salextra.com.bd) লাইফস্টাইল শোরুমের যাত্রা শুরু করেছে। বসুন্ধরা শপিং কমপ্লেক্সের লেভেল ৬ ব্লক বি এর ৫৬ নং শপে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় সেলেক্সটা লাইফস্টাইল শপের। শপটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আশরাফ বিন তাজ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আশরাফ বিন তাজ বলেন, বর্তমানে একটি পরিবার গড়ে সাতটি গ্যাজেট ব্যাবহার করেন, আগামী দু’বছর পরে এর সংখ্যা হবে ১২টিরও বেশি। মানুষের লাইফস্টাইল এর পরিবর্তন ও তার সমাধান হিসেবে আমরা এই সেলেক্সট্রা লাইফস্টাইলকে নিয়ে এসেছি, যার মাধ্যমে আমরা গ্লোবাল সব ব্রান্ড গ্যাজেটের অথোরাইজড প্রোডাক্ট নিজেরা ইমপোর্ট করে সরাসরি কাস্টমারের হাতে পৌঁছে দিতে পারবো।

উদ্বোধন উপলক্ষে সেলেক্সট্রা লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাকিব আরাফাত বলেন, অনেক টেক লাভার আছেন যারা অনলাইনে পণ্য দেখার পাশাপাশি সরাসরি পণ্যটি দেখে নিতে পছন্দ করেন। তাদের জন্য একটি প্ল্যটফর্ম হিসেবে শপটি চালু করা হলো। প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান রিয়াজুল ইসলাম তার বক্তব্যে বলেন, অফলাইন শপ মূলত ক্রেতাদের মাঝে আস্থা তৈরি করে।

উদ্বোধন উপলক্ষে ১৯ থেকে ২১ আগস্ট সেলেক্সট্রার সকল পণ্যে থাকবে ১০ শতাংশ ফ্ল্যাট ডিসকাউন্ট। সেলেক্সট্রা লাইফস্টাইল শপে সবসময়ই ক্রেতাদের জন্য এক্সপেরিয়েন্স করার ব্যবস্থা থাকবে।

উল্লেখ্য, সেলেক্সট্রা লিমিটেড বাংলাদেশে মটোরোলা এবং ডিজো’র ন্যাশনাল পার্টনার। মটোরোলা ছাড়াও অন্যান্য যেসব ব্র্যান্ডের পণ্য সেলেক্সট্রায় পাওয়া যায় তার মধ্যে রয়েছে লেনোভো ট্যাবলেট, এমাজফিট, ডিজো, জেডটিই, অ্যাপল, এক্সট্রা টেক লাইফ প্রোডাক্ট ইত্যাদি।