ঢাকা     ১৫ জানুয়ারি ২০২৫ ||  ২ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

দামে বেশি হলেও মোবাইল ইন্টারনেট গতিতে পিছিয়ে বাংলাদেশ

প্রকাশিত: ২০:২০, ৩১ অক্টোবর ২০২২

দামে বেশি হলেও মোবাইল ইন্টারনেট গতিতে পিছিয়ে বাংলাদেশ

বিশ্বজুড়ে মোবাইল ইন্টারনেটের গতির দিক দিয়ে ১৩৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৫তম। এ তালিকায় দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপ ২৮তম, নেপাল ১১৫তম, পাকিস্তান ১১৬তম, শ্রীলঙ্কা ১১৭তম, ভারত ১১৮তম ও আফগানিস্তান ১৩৭তম অবস্থানে রয়েছে। মোবাইল ইন্টারনেটের দামে বেশি হলের শ্রীলঙ্কা, মালদ্বীপ, উগান্ডার মতো দেশগুলোর থেকেও গতিতে অনেক পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

স্পিডটেস্টের পরিসংখ্যান অনুযায়ী দক্ষিণ এশিয়ায় আফগানিস্তান ছাড়া বাকি দেশগুলোতে বাংলাদেশের চেয়ে দ্রুতগতির ইন্টারনেট সেবা পাওয়া যায়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ইন্টারনেট গতিতে শীর্ষে রয়েছে মালদ্বীপ। সেখানে ৬২ দশমিক ৩২ এমবিপিএস ইন্টারনেট গতি পাওয়া যায়। যেখানে বাংলাদেশের গতি ১১ দশমিক ৭১ এমবিপিএস। এ ছাড়া, দ্রুতগতির ইন্টারনেট সেবায় আফ্রিকার দেশ উগান্ডা, অ্যাঙ্গোলা, নামিবিয়া, কঙ্গো প্রজাতন্ত্র ও ইথিওপিয়ার মতো দেশগুলো চেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশে মোবাইল সাবস্ক্রিপশন ১৭৮ মিলিয়নে পৌঁছেছে। দেশের ৯৫ শতাংশ এলাকা ফোর-জি নেটওয়ার্কের আওতাধীন, অথচ দেশের মোবাইল ইন্টারনেটের গতি প্রতি মাত্র ১১.৭১ এমবিপিএস। যেখানে বিশ্বের মোবাইল ইন্টারনেটের গড় গতি ৩৩ এমবিপিএসের বেশি।

২০২২ সালে সেপ্টেম্বর মাসে গড়ে ১২৬ দশমিক ৯৬ এমবিপিএস ইন্টারনেট সরবারহের মাধ্যমে গতির দিক দিয়ে শীর্ষে রয়েছে নরওয়ে। এরপরের অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাতে ইন্টারনেট স্পিড ১২৬ দশমিক ৮৬ এমবিপিএস, কাতারে ১২৪ দশমিক ২৯ এমবিপিএস, চীনে ১১৬ দশমিক ৪২ ও নেদারল্যান্ডসে ১০৫ দশমিক ৫২ এমবিপিএস।

ইন্টারনেটের দাম ও গতি পর্যালোচনাকারী ব্রিটিশ প্রতিষ্ঠান কেবল ডট কো ডট ইউকে'র এক পরিসংখ্যানে বলা হয়েছে, বাংলাদেশে গড়ে প্রতি গিগাবাইট (জিবি) মোবাইল ডেটা কিনতে খরচ হয় ৩২ সেন্ট বা প্রায় ৩৩ টাকা। দক্ষিণ এশিয়ায় ভারত, নেপাল, শ্রীলঙ্কায় এর থেকে কম দামে মোবাইল ইন্টারনেট পাওয়া যায়।

প্রতি জিবি মাত্র ৪ সেন্ট বা ৪ টাকার সামান্য বেশি দামে বিশ্বে সবচেয়ে কম মূল্যের মোবাইল ইন্টারনেট সরবরাহ করা হয় ইসরায়েলে। প্রতি জিবি ১২ সেন্টের সামান্য বেশি দাম নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ইউরোপের দেশ ইতালি। এ ছাড়া, প্রতি জিবি ইন্টারনেটের দাম স্যান মারিনোতে ১৪ সেন্ট, ফিজিতে ১৫ সেন্ট ও ভারতে ১৭ সেন্ট। দামের দিক থেকে এরপরেই রয়েছে কিরগিজস্তান, ফ্রান্স, মালদোভা, উরুগুয়ে ও নেপাল।