ঢাকা     ১৫ জানুয়ারি ২০২৫ ||  ২ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

১৩ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ০২:৪৭, ৮ জানুয়ারি ২০২৩

১৩ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন

বাজেটের মধ্যে স্মার্টফোন খুঁজতে আমাদের বেশ বেগ পেতে হয়। যাদের বাজেট খুব বেশি নয় অথচ দরকার এমন স্মার্টফোন যাতে সব ধরনের কাজ করতে পারবেন সহজেই। ১৩ হাজার টাকা বাজেটের মধ্যে এধনের একাধিক স্মার্টফোন বাজারে আছে বেশ কয়েকটি ব্যান্ডের। কাছাকাছি কনফিগারেশনের ফোন হলেও কিছু ব্র্যান্ডের ফোনে গড় ফিচারে আপনি এগিয়ে থাকবেন। দেখে নিন কোন ফোনগুলো থাকতে পারে আপনার পছন্দের শীর্ষে।

রেডমি ১০এ
রেডমি ১০এ ৪+৬৪ জিবি ভ্যারিয়েন্টের স্মার্টফোনটি স্বল্প বাজেটের মধ্যে অন্যতম সেরা ডিভাইস। যারা ১৩ হাজার টাকার মধ্যে ৪ জিবি ভ্যারিয়েন্টের ভালো কনফিগারেশনের ফোন কিনতে চান তাদের জন্য ফোনটি দারুণ। ফোনটিতে আছে ৬.৫৩-ইঞ্চির এইচডি প্লাস (১,৬০০x ৭২০ পিক্সেল) ওয়াটার-ড্রপ নচ ডিসপ্লে ও ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। সিকিউরিটি ফিচার হিসেবে এতে রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

স্মুথ পারফরম্যান্স দিতে ডিভাইসটিতে দেয়া হয়েছে ২.০ গিগাহার্জের অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর। এছাড়া ফোনটিতে ৩.৫এমএম হেডফোন জ্যাক তো থাকছে। উভয় সিমে ৪জি ব্যবহার করা যাবে। ১৩ মেগাপিক্সেল এর ডুয়াল ক্যামেরা রয়েছে রেডমি ১০এ ফোনটিতে। ফোনের ফ্রন্টে রয়েছে ৫ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা। রেডমি ১০এ ৪+৬৪ জিবি ভ্যারিয়েন্টের স্মার্টফোনটির বর্তমান মূল্য ১২,৯৯৯ টাকা।

গ্যালাক্সি এ০৪
স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের স্বল্প বাজেটের ফোন গ্যালাক্সি এ০৪। এই ফোনে আছে ৬.৫ ইঞ্চি এইচডি+ইনফিনিটি ভি ডিসপ্লে। ডিভাইসটিতে থাকছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। গ্যালাক্সি এ০৪ ডিভাইসটির পেছনে মেইন ক্যামেরা হিসেবে থাকছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে সেলফি তোলা যাবে। গ্যালাক্সি এ০৪ ৩+৩২জিবি ভ্যারিয়েন্টের স্মার্টফোনটির বর্তমান মূল্য ১২,৯৯৯ টাকা।

রিয়েলমি সি৩৩
রিয়েলমি সি৩৩ স্মার্টফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। যা ১,৬০০ x ৭২০ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে রয়েছে  ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। স্মার্টফোনটি ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

ডিভাইসটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে ৫ মেগাপিক্সেলে ক্যামেরা। রিয়েলমি সি৩৩ ফোনটিতে ইউনিসক টাইগার টি৬১২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ৩+৩২জিবি ভ্যারিয়েন্টের স্মার্টফোনটির বর্তমান মূল্য ১২,৯৯৯ টাকা।