ঢাকা     ১৫ জানুয়ারি ২০২৫ ||  ২ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

চীনে স্মার্টফোন বিক্রিতে ধস; এখনো শীর্ষস্থান ভিভোর দখলে

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ০৪:২২, ৩১ জানুয়ারি ২০২৩

আপডেট: ২০:১৩, ৩১ জানুয়ারি ২০২৩

চীনে স্মার্টফোন বিক্রিতে ধস; এখনো শীর্ষস্থান ভিভোর দখলে

চীনে স্মার্টফোন বিক্রি গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমেছে। ২০২২ সালে দেশটিতে স্মার্টফোন বিক্রি আগের বছরের তুলনায় কমেছে ১৩ শতাংশ। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) এক তথ্যে বিষয়টি জানা গেছে।

আইডিসি জানায়, ২০২২ সালে চীনের বাজারে স্মার্টফোন বিক্রি হয়েছে ২৮ কোটি ৬০ লাখ ইউনিট। যেখানে ২০২১ সালে দেশটিতে স্মার্টফোন বিক্রি হয়েছিল ৩২ কোটি ৯০ লাখ ইউনিট। গত বছর বিশ্বের বৃহত্তম স্মার্টফোন বাজারে বিক্রি ২০১৩ পরবর্তী সর্বনিম্ন অবস্থানে নেমেছে। এছাড়া গত ১০ বছরের মধ্যে এই প্রথম দেশটিতে স্মার্টফোন বিক্রি ৩০ কোটির নিচে নেমেছে।

স্মার্টফোন বিক্রিতে ধস নামলেও দেশটির বাজারে শীর্ষ স্মার্টফোন বিক্রেতা ছিল ভিভো। গত বছর প্রতিষ্ঠানটির বাজার হিস্যা ছিল ১৮ দশমিক ৬ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ স্মার্টফোন বিক্রি হয়েছে অনরের। অপোর সঙ্গে যৌথভাবে তৃতীয় অবস্থানে ছিলো অ্যাপল।