ঢাকা     ১৬ ডিসেম্বর ২০২৪ ||  ২ পৌষ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের খরচ ৭ গুণ বেশি

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ২২:২১, ১২ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ২১:২৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের খরচ ৭ গুণ বেশি

ইন্টারনেট ব্যবহারে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশিরা প্রায় ৬ দশমিক ৯ গুণ বেশি অর্থ খরচ করছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। ভিপিএন সেবাদানকারী প্ল্যাটফর্ম সার্ফ শার্ক প্রকাশিত গ্লোবাল ইন্টারনেট ভ্যালু ইনডেক্স (আইভিআই) শীর্ষক একটি প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে ইন্টারনেট ব্যবহারে কোনো দেশ কেমন খরচ করে, তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় বাংলাদেশ বিশ্বের ৮৩তম এবং আঞ্চলিকভাবে তৃতীয় অবস্থানে আছে।

সার্ফ শার্ক বলছে, বাংলাদেশের ইনডেক্স ০.০১০৫, যা বৈশ্বিক গড় ইনডেক্স থেকে প্রায় ৮৬ শতাংশ কম। এর অর্থ, বাংলাদেশিদের ইন্টারনেট সেবা পেতে অতিরিক্ত অর্থব্যয় করতে হচ্ছে এবং এ ক্ষেত্রে বিশ্বের মাত্র ২৪ শতাংশ দেশ বাংলাদেশের চেয়ে বেশি অর্থব্যয় করে।

তালিকায় প্রতিবেশী দেশ ভারত বিশ্বে ৪৪তম এবং আঞ্চলিকভাবে ১ম অবস্থানে আছে। অন্যান্য প্রতিবেশী দেশের মধ্যে নেপালের অবস্থান বিশ্বে ৭৭তম, শ্রীলঙ্কা ৯৬তম এবং পাকিস্তান ১০২তম। এ তালিকায় বিশ্বের প্রথমস্থানে আছে ইসরায়েল, দ্বিতীয় সিঙ্গাপুর এবং তৃতীয় ডেনমার্ক, অর্থাৎ ইন্টারনেট ব্যবহারের ব্যয় সবচেয়ে কম এই তিন দেশে।