ঢাকা     ১৭ জানুয়ারি ২০২৫ ||  ৩ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

স্বল্প বাজেটের নতুন স্মার্টফোন আনলো ইনফিনিক্স

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৬, ১০ জুন ২০২৩

আপডেট: ২১:৩৭, ১০ জুন ২০২৩

স্বল্প বাজেটের নতুন স্মার্টফোন আনলো ইনফিনিক্স

বাজেটের মধ্যে নতুন স্মার্টফোন বাজারে এনেছে স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। হট ৩০ সিরিজের নতুন এই ফোনে উচ্চগতির প্রসেসর আর ক্যামেরাসহ প্রায় সব ফিচারই রাখা হয়েছে।

হট ৩০ আই স্মার্টফোনটিতে আছে ৬.৬ ইঞ্চির এইচডি+ স্ক্রিন। এতে ৯০ হার্জ রিফ্রেশ রেট থাকার ফলে ডিসপ্লে ব্যবহারে তেমন কোনো সমস্যা হবে না। একইসাথে, ফোনটিতে টাচ সেম্প্লিং রেট দেওয়া হয়েছে ১২০ হার্জ। ফলে ডিসপ্লেতে টাচ করে দ্রুত রেপন্স পাবেন ব্যবহারকারীরা।

স্মার্টফোনটিতে মিডিয়াটেকের ১২ ন্যানোমিটার হেলিও জি ৩৭ প্রসেসর ব্যবহার করা হয়েছে। সাথে থাকছে ৪জিবি+৬৪জিবি স্টোরেজ সক্ষমতা। প্রাণবন্ত ছবি তোলার জন্য আছে ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং সেলফির জন্য আছে পাঁচ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

দীর্ঘ সময় স্মার্টফোনটি ব্যবহারের জন্য আছে ৫০০০এমএএইচ এর ব্যাটারি। সেই সাথে রয়েছে ১০ ওয়াটের টাইপ-সি চার্জিং সুবিধা।

গ্লেসিয়ার ব্লু, মিরর ব্ল্যাক ও ডায়মন্ড হোয়াইট, এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে হট ৩০ আই। ফোনটির মূল্য ধরা হয়েছে ১২ হাজার টাকা। ফোনটির আরো দুটি ভার্সন বাজারে পাওয়া যাচ্ছে। ৪জিবি+১২৮জিবি এবং ৮জিবি+১২৮জিবি ভার্সন দুটোর দাম ধরা হয়েছে যথাক্রমে ১৩,৪৯৯ এবং ১৪,৯৯৯ টাকা।