ঢাকা     ১৬ ডিসেম্বর ২০২৪ ||  ২ পৌষ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ওয়াই সিরিজের ভিভোর নতুন স্মার্টফোন

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৬, ১৫ জুন ২০২৩

আপডেট: ১৬:৫৭, ১৫ জুন ২০২৩

ওয়াই সিরিজের ভিভোর নতুন স্মার্টফোন

দেশে এসেছে ভিভোর ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩৬। চলতি বছর এটি ভিভোর ওয়াই সিরিজের তৃতীয় স্মার্টফোন।

স্মার্টফোনটিতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। পাশাপাশি ৮ জিবি র‍্যাম এবং আরো অতিরিক্ত ৮জিবি র‍্যামের বিশাল স্টোরেজ এর মান নিশ্চিত করবে শতভাগ।

ভিভো ওয়াই৩৬ এ আছে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। ফাস্ট চার্জিং এর জন্য রয়েছে ৪৪ ওয়াটের টাইপ-সি ফাস্ট চার্জার।

৬.৬৪ ইঞ্চির ফুল এইচডিপ্লাস এলসিডি ডিসপ্লে পাওয়া যাবে ভিভো ওয়াই৩৬ স্মার্টফোনে। এর ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্জ যা কাজ করবে যথেষ্ট দ্রুত ও নির্ভুলভাবে।

স্মার্টফোনটিতে আছে ৫০ এমপি রিয়ার ক্যামেরা+২ এমপি বোকেহ এবং ১৬ এমপি ফ্রন্ট ক্যামেরা। ভিভো ওয়াই৩৬ এর ডাবল এক্সপোজার মোড ব্যবহার করে দুটি ছবিকে একসাথে কম্পোজ করা সম্ভব।

ভাইব্রেন্ট গোল্ড এবং মেটিওর ব্ল্যাক কালারের স্মার্টফোনটির দাম রাখা হয়েছে ২৬ হাজার ৯৯৯ টাকা।