সেমিকন্ডাক্টর ব্যবসায় বড় ধরনের লোকসানের মুখে দক্ষিণ কোরীয় ভিত্তিক টেক জায়ান্ট স্যামসাং। কোম্পানিটির এক প্রান্তিকের ব্যবধানে আয় কমেছে ২০০ কোটি ডলার।
ট্রেন্ডফোর্সের বাজার বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, সেমিকন্ডাক্টর ব্যবসায় স্যামসাংয়ের বাজার হিস্যা ২০২৩-এর প্রথম প্রান্তিকে ১২ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের প্রান্তিকে ১৫ দশমিক ৮ শতাংশে ছিল। অন্যদিকে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) বাজার হিস্যা ২০২২-এর চতুর্থ প্রান্তিকে ৫৮ দশমিক ৫ শতাংশে ছিল। ২০২৩-এর প্রথম প্রান্তিকে ৬০ দশমিক ১ শতাংশে উন্নীত হয়েছে। এ ব্যবসায় বাজারের আধিপত্য এখনো টিএসএমসির হাতেই রয়েছে।
আগের প্রান্তিকের তুলনায় স্যামসাংয়ের আয় কমেছে ৩৬ দশমিক ১ শতাংশ। ২০২২-এর শেষ প্রান্তিকে ৫৩৯ কোটি ডলার আয়ের পর ২০২৩-এর প্রথম প্রান্তিকে আয় ৩৪৫ কোটি ডলারে এসে পৌঁছেছে।
স্যামসাংয়ের ৮ ও ১২-ইঞ্চি ওয়েফারের কাজ করার ক্ষমতা দুর্বল হওয়ার কারণে এক প্রান্তিক থেকে অন্য প্রান্তিকের আয় কমেছে বলে জানিয়েছে ট্রেন্ডফোর্স।