ঢাকা     ০২ জানুয়ারি ২০২৫ ||  ১৯ পৌষ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

এআই চ্যাটবট ব্যবহারে কর্মীদের সতর্ক করলো গুগল

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৯, ১৬ জুন ২০২৩

আপডেট: ১৬:০৪, ১৬ জুন ২০২৩

এআই চ্যাটবট ব্যবহারে কর্মীদের সতর্ক করলো গুগল

গুগলের মূল কোম্পানি আলফাবেট কর্মীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বার পরিচালিত চ্যাটবট ব্যবহারে সতর্ক করেছে। এমনকি এ ধরনের চ্যাটবটের তালিকায় রয়েছে কোম্পানিটির নিজস্ব চ্যাটবট 'বার্ড'-এর নামও।

আলফাবেট-এর চারজন কর্মী বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন। কর্মীরা যাতে কোম্পানিটির গোপনীয় তথ্যগুলো এআই চ্যাটবটে প্রবেশ না করায়, সে সম্পর্কে নির্দেশনা দিয়েছে আলফাবেট। মূলত কোম্পানিটি তথ্যের সুরক্ষা নিশ্চিতে এ পদক্ষেপ নিয়েছে।

বার্ড ও চ্যাটজিপিটির মতো চ্যাটবটগুলো মূলত 'জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স'-এর মাধ্যমে ব্যবহারকারীদের সঙ্গে আলাপাচারিতা চালায় এবং অসংখ্য প্রম্পট বা প্রশ্নের উত্তর দিয়ে থাকে। ক্ষেত্রবিশেষে চ্যাটবটগুলোর রিভিউয়ারদের এই কথোপকথন পড়ার সম্ভবনা রয়েছে। গবেষকদের মতে, প্রাপ্ত ট্রেনিং অনুযায়ী চ্যাটবটগুলো সংরক্ষণকৃত ডেটা ফের প্রকাশ করতে পারে। যা তথ্য ফাঁস হওয়ার মতো ঝুঁকি তৈরি করবে।

একইসাথে আলফাবেট-এর পক্ষ থেকে কয়েকজন কর্মী জানান, এআই চ্যাটবটের তৈরি করা কম্পিউটার কোড সরাসরি ব্যবহার না করার বিষয়ে কোম্পানির প্রকৌশলীদের সাবধান করা হয়েছে। এ সম্পর্কে আলফাবেটের পক্ষ থেকে বলা হয়, বার্ড সাজেশন হিসেবে অপ্রত্যাশিত কোড তৈরি করতে পারে।

অন্যদিকে স্যামসাং, অ্যামাজন ও ডয়েচে ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলোও এআই চ্যাটবট ব্যবহারে বিধি-নিষেধ জারি করেছে।

চ্যাটবট ব্যবহার করে বর্তমানে খুব সহজেই ইমেইল, ডকুমেন্ট কিংবা সফটওয়্যারের কাজ করা হচ্ছে। তবে এক্ষেত্রে ভুল তথ্য সরবারাহ কিংবা কপিরাইট সম্পর্কিত জটিলতা দেখা দিতে পারে।