ঢাকা     ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ২৪ ভাদ্র ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

অল-রাউন্ড ফাস্টচার্জ সুবিধা নিয়ে এলো ইনফিনিক্স নোট ৩০ প্রো

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ০৯:০৪, ৬ জুলাই ২০২৩

অল-রাউন্ড ফাস্টচার্জ সুবিধা নিয়ে এলো ইনফিনিক্স নোট ৩০ প্রো

স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্সের নিয়ে এলো নোট সিরিজের নতুন ফোন নোট ৩০ প্রো। অল-রাউন্ড ফাস্টচার্জ সুবিধাযুক্ত সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনটিতে অত্যাধুনিক প্রযুক্তি, দারুণ চার্জিংয়ের সক্ষমতা এবং স্বচ্ছন্দ ব্যবহারের অভিজ্ঞতার মিশ্রণ ঘটেছে।

৬৮ ওয়াট ওয়্যারড ফাস্টচার্জের ফলে নোট ৩০ প্রো মাত্র ৩০ মিনিটেই ১% থেকে ৮০% চার্জ হতে পারে। এছাড়াও, ফোনটিতে আছে বাইপাস চার্জিং প্রযুক্তি। যা সরাসরি মূল বোর্ডে বিদ্যুৎপ্রবাহ ফিল্টার করতে পারে, ফলে গেমিংয়ের মতো কাজের সময়েও ফোন থাকে ঠান্ডা। এর ওয়্যারড ও ওয়্যারলেস রিভার্স চার্জ সুবিধার কারণে ফোনটি অন্যান্য ডিভাইসের জন্য পাওয়ার ব্যাংক হিসেবেও কাজ করতে পারে।

ব্যবহারকারীদের ফোন চালানোর উন্নত অভিজ্ঞতা দিতে নোট ৩০ প্রো-তে আছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ১০-বিট অ্যামোলেড ডিসপ্লে। এতে আরও আছে আল্ট্রা-থিন বেজেল এবং স্টিরিও ডুয়েল স্পিকার, যা জেবিএল দ্বারা সাউন্ড-টিউন করা এবং হাই-রেজ দ্বারা প্রত্যায়িত। এসব ফিচারের ফলে ব্যবহারকারীরা পাবেন আরও অনন্য অডিও-ভিজ্যুয়াল অভিজ্ঞতা।

মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর দ্বারা চালিত ফোনটিতে আরও আছে ভেপার-চেম্বার লিকুইড কুলিং প্রযুক্তি। ব্যাটারি কার্যকারিতা বাড়ানোর জন্য এতে আছে ৬ ন্যানোমিটারের প্রসেসসহ শক্তিশালী অভ্যন্তরীণ যন্ত্রাদি।

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য নোট ৩০ প্রো-তে আছে ট্রিপল ক্যামেরা সিস্টেম। ১০৮ মেগাপিক্সেল আল্ট্রা-হাই-পিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা নিয়ে ফোনটি যেকোনো পরিস্থিতে ভালো মানের ছবি প্রদানে এগিয়ে থাকবে। এতে আরও আছে ৮ জিবি+২৫৬ জিবি মেমোরি এবং আপগ্রেডেড এক্সটেন্ডেড র‍্যাম প্রযুক্তি। অ্যান্ড্রয়েড ১৩ এর ওপর গঠিত এক্সওএস ৩ প্রযুক্তি দ্বারা চলে ফোনটি। ফলে ব্যবহারকারীরা পাবেন চমৎকার একটি ইউজার ইন্টারফেস। ইনফিনিক্সের এই অল-রাউন্ড প্যাকেজ পাওয়া যাচ্ছে মাত্র ২৭,৯৯৯ টাকায়। ওয়্যারলেস চার্জারটি আলাদা কিনতে হবে। যার জন্য গ্রাহককে খরচ করতে হবে আরো ২,০০০ টাকা।

আর নোট ৩০ তে ৪৫ ওয়াট অল-রাউন্ড ফাস্টচার্জ, ৬৪ এমপি প্রাইমারি ক্যামেরা এবং ১৬ এমপি সেলফি ক্যামেরা আছে। নোট ৩০-র ৮ জিবি+১২৮ জিবি এবং ৮ জিবি+২৫৬ জিবি-এ দু’টি ভার্সন পাওয়া যাচ্ছে যথাক্রমে ১৮,৯৯৯ ও ২৩,৯৯৯ টাকায়।