ঢাকা     ০২ জানুয়ারি ২০২৫ ||  ১৯ পৌষ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

স্যামসাংয়ের মুনাফায় ধস

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৫, ৮ জুলাই ২০২৩

আপডেট: ০৮:১৮, ৯ জুলাই ২০২৩

স্যামসাংয়ের মুনাফায় ধস

বিশ্বের বৃহত্তম মেমোরি চিপ ও স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকসের মুনাফায় ধস নেমেছে। দ্বিতীয় প্রান্তিকের পরিচালন মুনাফা ৯৬ শতাংশ কমার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিল-জুন পর্যন্ত তাদের পরিচালন মুনাফা ৬০০ বিলিয়ন ওন বা ৪৫ কোটি ৯০ হাজার ডলারে নেমে এসেছে। প্রাথমিক আয়ের সংক্ষিপ্ত বিবৃতি অনুসারে এক বছর আগে যা ছিল ১৪ দশমিক ১ ট্রিলিয়ন ওন। কোম্পানির তথ্য অনুযায়ী, ২০০৯ সালের প্রথম প্রান্তিকে ৫৯ হাজার কোটি ওনের পর যা স্যামসাংয়ের সর্বনিম্ন মুনাফা অর্জনের রেকর্ড।

চলতি মাসের ২৭ তারিখ বিস্তারিত আয়ের পরিসংখ্যান প্রকাশ করবে স্যামসাং। মেমোরি চিপের দাম পতন এবং ইনভেন্টরি মান কমায় জানুয়ারি-মার্চ প্রান্তিকে প্রতিষ্ঠানটির চিপ ব্যবসায় ৪ দশমিক ৫৮ ট্রিলিয়ন ওন ক্ষতির কথা জানায়।

স্যামসাংয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, এপ্রিল-জুনে প্রতিষ্ঠানের রাজস্ব সম্ভবত এক বছর আগের একই সময়ের তুলনায় ২২ শতাংশ কমে ৬০ ট্রিলিয়ন ওন হয়েছে।

চলতি মাসের শেষের দিকে সিওলে স্যামসাংয়ের ফোল্ডেবল স্মার্টফোন উন্মোচন করবে বলে ধারণা করা হচ্ছে। আগের ঘোষিত সময়ের চেয়ে সপ্তাহখানেক আগেই নতুন পণ্যটি উন্মোচন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।