ঢাকা     ২১ ডিসেম্বর ২০২৪ ||  ৭ পৌষ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

১০৮ মেগাপিক্সেল ক্যামেরার গেমিং ফোন আনলো এডিসন গ্রুপ

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৭, ১২ সেপ্টেম্বর ২০২৩

১০৮ মেগাপিক্সেল ক্যামেরার গেমিং ফোন আনলো এডিসন গ্রুপ

হেলিও ৮০ নামে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার গেমিং স্মার্টফোন নিয়ে এসেছে এডিসন গ্রুপ। স্মার্টফোনটিতে আছে ৬.৭ ইঞ্চি ১২০ হার্জের ফুল এইচডি প্লাস এমোলেড ডিসপ্লে এবং প্রটেকশন হিসেবে আছে কর্নিং গরিলা গ্লাস ৫।

স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের গেমিং চিপসেট ৬ ন্যানো মিটার হেলিও জি৯৯ এবং ২.২ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর। এতে আছে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইউএমসিপি৫ টাইপ ইন্টার্নাল স্টোরেজ।

স্মার্টফোনটিতে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ছবি তোলার জন্য আছে ১৬ মেগাপিক্সেল এর সেলফি শ্যুটার এবং ব্যাক ক্যামেরায় আছে ১০৮ মেগাপিক্সেল ইউএইচডি ক্যামেরা যার এ্যাপারচার ১.৮ এর সাথে আছে ২ মেগাপিক্সেল মাইক্রো ক্যামেরা এবং ০.০৮ মেগাপিক্সেল এর পোর্ট্রেইট ক্যামেরা।

হ্যান্ডসেটটিতে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য আছে ৫০০০ এমএএইচ ব্যাটারি আর সাথে থাকছে ১৮ ওয়াট এর ফাস্ট চার্জার।

এডিসন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শাহিদ বলেন, এডিসন গ্রুপ সবসময় চেষ্টা করে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে উন্নত প্রযুক্তির হ্যান্ডসেট সরবরাহ করার জন্য।

হানি ডিউ গ্রীণ কালারের এই হ্যান্ডসেটটির দাম ১৬ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট ছাড়া)।