এবার নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চিপ তৈরির উপায় খুঁজছে চ্যাট জিপিটি’র নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। চিপ তৈরির জন্য সম্ভাব্য অধিগ্রহণের বিষয়টি বিবেচনায় রেখেছে প্রতিষ্ঠানটি।
এআই চিপ কেনাকে কোম্পানির অগ্রাধিকার তালিকায় শীর্ষে রেখেছেন ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান। জিপিইউ’র বাজারে পণ্যের ঘাটতি নিয়ে প্রকাশ্যেই অভিযোগ করেছেন তিনি। বৈশ্বিক চিপ বাজারে এআই অ্যাপ্লিকেশনের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য কোম্পানি হল এনভিডিয়া, যারা এই খাতের ৮০ শতাংশের বেশি অংশ দখলে রেখেছে।
নিজস্ব এআই চিপ তৈরির এই প্রচেষ্টার মাধ্যমে এক বিশেষ তালিকায় প্রবেশের সম্ভাবনা আছে ওপেনএআইয়ের। যেখানে রয়েছে গুগল ও অ্যামাজনের মতো প্রযুক্তি খাতের বড় প্রতিষ্ঠানগুলো।