ঢাকা     ১৫ জানুয়ারি ২০২৫ ||  ২ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

‘দূষিত বিষয়বস্তু’ ছড়ানোর অভিযোগে নেপালে নিষিদ্ধ টিকটক

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ০২:২২, ১৫ নভেম্বর ২০২৩

আপডেট: ০২:১৬, ১৭ নভেম্বর ২০২৩

‘দূষিত বিষয়বস্তু’ ছড়ানোর অভিযোগে নেপালে নিষিদ্ধ টিকটক

ইন্দোনেশিয়ার পর এবার নেপালে নিষিদ্ধ হলো চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। টিকটকের ভিডিওগুলো ‘সামাজিক সম্প্রীতির জন্য ক্ষতিকর’ উল্লেখ করে অ্যাপটিকে নিষিদ্ধ করেছে নেপাল সরকার। দেশটির যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রেখা শর্মা অভিযোগ করেছেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি ‘দূষিত বিষয়বস্তু’ ছড়াচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, নেপালে গত চার বছরে ১ হাজার ৬০০টিরও বেশি টিকটক-সম্পর্কিত সাইবার অপরাধের মামলা দায়ের হয়েছে।

এর আগে ইন্দোনেশিয়া, ভারতসহ আরও অনেকে দেশেই নিষিদ্ধ করা হয়েছে অ্যাপটিকে। চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের প্রথম অঙ্গরাজ্য হিসেবে টিকটক নিষিদ্ধ করে মন্টানা। ইউরোপীয় ইউনিয়নেও নিষেধাজ্ঞার মুখে পড়েছে চীনা অ্যাপটি।

দেশগুলোর আশঙ্কা টিকটক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চীন সরকারের কাছে হস্তান্তর করে। টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।