ঢাকা     ০৬ জানুয়ারি ২০২৫ ||  ২২ পৌষ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ঘরে বসেই জানুন ভোট কেন্দ্র, সিরিয়াল নম্বরের তথ্য

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ২১:৪৬, ৬ জানুয়ারি ২০২৪

ঘরে বসেই জানুন ভোট কেন্দ্র, সিরিয়াল নম্বরের তথ্য

ভোট কেন্দ্রের ঠিকানা, ভোট দেয়ার সিরিয়াল নম্বর, প্রার্থীদের প্রতীকের মতো তথ্য এখন ঘরে বসেই জানা যাবে।  নির্বাচন কমিশনের অ্যাপ (Smart Election Management BD) ডাউনলোড করে একজন ভোটার ঘরে বসেই এসব তথ্য জানতে পারবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপের সাহায্যে একজন ভোটার তার এনআইডি ও জন্ম তারিখ ইনপুট করে নিজ ভোটকেন্দ্রের অবস্থান, ছবি, ম্যাপ, দূরত্ব সম্পর্কে জানতে পারবেন। এছাড়া, নির্বাচনী বিভিন্ন তথ্যের পাশাপাশি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তথ্য, প্রার্থীদের তথ্য এবং নির্বাচনী ফলাফলও জানা যাবে।  

'স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি' অ্যাপ চালু করা হয়েছে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, জনগণের কাছে নির্বাচন নিয়ে যেন বিশ্বাসযোগ্যতা তৈরি হয় ও আস্থার ঘাটতি না ঘটে, সেজন্য নির্বাচন কমিশন এ অ্যাপ তৈরি  করেছে।

এ অ্যাপের মাধ্যমে নির্বাচনের দিন দুই ঘণ্টা পরপর ভোটের সঠিক তথ্য সম্পর্কে জনগণ জানতে পারবে। জনগণকে নির্বাচন নিয়ে সঠিক তথ্য ও  স্বচ্ছ ধারণা দেওয়াই নির্বাচন কমিশনের প্রধান কাজ বলে মন্তব্য করেন তিনি।

সিইসি বলেন, 'প্রতিটি কেন্দ্রে পোলিং চলাকালে দুই ঘণ্টা পরপর যে তথ্য আমাদের প্রতিটি ইলেকশন সেন্টারে পাওয়া যাবে, তা আপলোড করা হবে এই অ্যাপে। আপলোড করা হলে যেকোনো নাগরিক পৃথিবীর যেকোনো জায়গা থেকে ভোটের সঠিক তথ্য জানতে পারবেন।