ঢাকা     ২১ ডিসেম্বর ২০২৪ ||  ৭ পৌষ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

১০৮ মেগাপিক্সেলের নতুন স্মার্টফোন আনলো শাওমি

প্রকাশিত: ২০:৩৯, ২৮ জানুয়ারি ২০২৪

আপডেট: ২০:৫১, ২৯ জানুয়ারি ২০২৪

১০৮ মেগাপিক্সেলের নতুন স্মার্টফোন আনলো শাওমি

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি দেশের বাজারে নিয়ে এলো রেডমি নোট ১৩। ১০৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সিস্টেমসহ স্মার্টফোনটিতে রয়েছে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ১২০ হার্জের অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬৮৫।

নতুন এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ১২০ হার্জের ফুল এইচডি প্লাসের অ্যামোলেড ডিসপ্লে। খুব পাতলা বেজেলে ডিসপ্লেটি ডিজাইন করা হয়েছে। ডিসপ্লেটি ১৮০০ নিট হওয়ায় এর ভিজ্যুয়াল অনেক বেশি উজ্জ্বল।

প্রসেসর হিসেবে আছে স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর। যেখানে ব্যবহার করা হয়েছে ৬ ন্যানোমিটারের ম্যানুফ্যাকচার প্রসেস। স্মার্টফোনের ট্রিপল ক্যামেরায় রয়েছে ১০৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরা এছাড়া ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। যার মাধ্যমে কাছে বা দূরের যে কোন দৃশ্যই দারুণভাবে ফুটিয়ে তোলা যায়।

তিনটি রঙে- মিডনাইট ব্ল্যাক, আইস ব্লু এবং মিন্ট গ্রিন পাওয়া যাচ্ছে রেডমি নোট ১৩। ৬জিবি+ ১২৮জিবি ভ্যারিয়েন্টের দাম ধরা  হয়েছে ২২ হাজার ৯৯৯ টাকা এবং ৮জিবি+২৫৬জিবি ভ্যারিয়েন্টের দাম ২৫ হাজার ৯৯৯ টাকা।