ঢাকা     ১৫ জানুয়ারি ২০২৫ ||  ২ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

দুবাইয়ের ভেঞ্চার ক্যাপিটালের উপদেষ্টা হলেন প্রিয়শপের সিইও

প্রকাশিত: ১৮:৫০, ১৫ মে ২০২৪

দুবাইয়ের ভেঞ্চার ক্যাপিটালের উপদেষ্টা হলেন প্রিয়শপের সিইও

দেশের স্মার্ট ডিস্ট্রিবিউশন বি-টু-বি মার্কেটপ্লেস প্রিয়শপের প্রতিষ্ঠাতা এবং সিইও আশিকুল আলম খাঁন সেঞ্চুরি ওক স্টুডিও-এর উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন। দুবাইভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল সেঞ্চুরি ওক ভেঞ্চার এর নতুন উদ্যোগ হচ্ছে সেঞ্চুরি ওক স্টুডিও।

সেঞ্চুরি ওক স্টুডিও হল ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম যা স্টার্টআপদের ক্ষমতায়নে ব্যাপক সহায়তা প্রদান করে থাকে। প্রতিষ্ঠানটি স্টার্টআপদের প্রাথমিক রাউন্ড থেকে তহবিল, ফুল-স্ট্যাক প্রযুক্তিগত অবকাঠামো, আর্থিক পরিষেবা এবং কৌশলগত বিপণন নির্দেশিকা প্রদান করে। সেঞ্চুরি ওক স্টুডিও স্টার্টআপদের দীর্ঘমেয়াদী বৃদ্ধি এবং সাফল্য অর্জনে সহায়তা করে থাকে।

"সেঞ্চুরি ওক স্টুডিওতে উপদেষ্টা হিসেবে যোগ দিতে পেরে আমি সম্মানিত", বলেন আশিকুল আলম খাঁন। তিনি আরও বলেন, তাদের প্রতিশ্রুতি, কাজের পরিবেশ এবং উদ্ভাবনী ধারণার সাথে আমার দক্ষতার পুরোপুরি মিল রয়েছে। আমি নিশ্চিত তাদের প্রতিটি উদ্ভাবনী ধারণা কৌশলগতভাবে বিকশিত এবং কার্যকরভাবে প্রয়োগ করা হয়।