ঢাকা     ১৫ জানুয়ারি ২০২৫ ||  ২ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

দেশের বাজারে নতুন স্মার্টফোন রিয়েলমি ১২

প্রকাশিত: ২২:০৯, ৭ অক্টোবর ২০২৪

দেশের বাজারে নতুন স্মার্টফোন রিয়েলমি ১২

মিডিয়াম বাজেটের নতুন স্মার্টফোন এনেছে চীনা ব্র্যান্ড রিয়েলমি। ৬৭ওয়াট সুপারভুক চার্জিং নিয়ে রিয়েলমি ১২ স্মার্টফোনটিতে মাত্র ১৯ মিনিটে ৫০% পর্যন্ত চার্জ হতে পারে।

স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট। ফোনের ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম শক্তিশালী চিপসেটের সঙ্গে সমন্বয় করে কাজ করে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২:১ ডুয়াল চার্জ পাম্প প্রযুক্তি।

৬.৬৭ ইঞ্চি ১২০ হার্টজ আল্ট্রা-স্মুদ অ্যামোলেড ডিসপ্লের ফোনটিতে রয়েছে রেইনওয়াটার স্মার্ট টাচ ও এআই প্রোটেক্টিভ ফিল্ম টাচ-এর মতো উদ্ভাবনী প্রযুক্তিগত ফিচার।

রিয়েলমি ১২ তে ৫০ এমপি সনি এলওয়াইটি-৬০০ মূল ক্যামেরায় রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজার (ওআইএস)। ৮জিবি র‌্যাম + ৮জিবি ডায়নামিক র‌্যাম এবং ২৫৬জিবি রমের সংস্করণটির দাম ২৯ হাজার ৯৯৯ টাকা। প্রি-অর্ডারকারী গ্রাহকরা পেতে পারেন ১ লাখ টাকার প্রথম পুরস্কার এবং ৫০ হাজার টাকার দ্বিতীয় পুরস্কার। এছাড়াও, রিয়েলমি গ্রাহকরা একটি কিনলে একটি ফ্রি (বোগো) এর বিশেষ অফার পাবেন।