বড় অঙ্কের অফিস ভাড়া বকেয়া রেখেই কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস)। প্রতিষ্ঠানটির কাছে ভবনের ফ্লোর ভাড়া, বিদ্যুৎ, পানির বিল এবং গাড়ি পার্কিং বাবদ প্রায় সাড়ে ১৩ কোটি টাকা পাবে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল)। দীর্ঘ সময় ধরে এ টাকা পরিশোধের জন্য বেসিসকে একাধিকবার চিঠি দিয়েও কোনো সুরাহা পায়নি রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি।
বিষয়টি নিশ্চিত করে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জসিম উদ্দিন বলেন, বকেয়ার বিষয়টি জানিয়ে বেসিসকে চিঠি দেয়া হয়েছে। আশা করি দুই পক্ষের আলোচনার মাধ্যমে শিগগিরই সুরাহা হবে।
ব্যাংক সূত্রে জানা যায়, ভবনের বিভিন্ন ফ্লোরের ভাড়া, গাড়ি পার্কি এবং বিদ্যুৎ ও পানির বিল বাবদ গত বছরের নভেম্বর পর্যন্ত বিডিবিএলের বকেয়া পাওনা জমেছে মোট ১৩ কোটি ৪৩ হাজার টাকা। এর মধ্যে ভবনের ভাড়া চুক্তিপত্র অনুযায়ী, ২০১১ সাল থেকে গত বছরের নভেম্বর পর্যন্ত আংশিক ভাড়া পরিশোধের পর বকেয়া রয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৩২ হাজার টাকা। কার পার্কিং বাবদ গত বছরের মে থেকে নভেম্বর পর্যন্ত ৫ লাখ ২৫ হাজার এবং বিদ্যুৎ ও পানির বিল বাবদ ৩১ লাখ ৮৫ হাজার ৫১১ টাকা বকেয়া রয়েছে। আর ডিসেম্বরের হিসাব যুক্ত হলে এ অর্থের পরিমাণ ১৩ কোটি ২০ লাখ টাকা ছাড়ায় বলে জানিয়েছেন ব্যাংকটির শীর্ষ এক কর্মকর্তা।
রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির নিজস্ব ভবনের পশ্চিমাংশে লেভেল ৩ থেকে ৯ পর্যন্ত এবং লেভেল ১১-তে মোট ৬৮ হাজার ৫৬৩ বর্গফুট ফ্লোর স্পেস এবং ভবনের বেজমেন্টে ২৫টি কার পার্কিংয়ের জায়গা বরাদ্দ নিয়েছিল বেসিস। ভবনের এসব ফ্লোরে সংগঠনটির বিভিন্ন কার্যক্রম চলছে।