ঢাকা     ১৪ জানুয়ারি ২০২৫ ||  ১ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

নতুন গ্রাফিক্স কার্ড নিয়ে এলো গিগাবাইট

প্রকাশিত: ১৪:২০, ১৩ জানুয়ারি ২০২৫

নতুন গ্রাফিক্স কার্ড নিয়ে এলো গিগাবাইট

এআই-সক্ষম এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০ সিরিজ গ্রাফিক্স কার্ড নিয়ে আসার ঘোষণা দিয়েছে কম্পিউটার ব্র্যান্ড গিগাবাইট।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এই গ্রাফিক্স কার্ড মডেলগুলো সর্বাধুনিক কুলিং সমাধান নিশ্চিত করে, যা গেমসের পারফরম্যান্সকে আরও সমৃদ্ধ করে। ‘এভোল্যুশন অব টেন’ ডিজাইনের মাধ্যমে গিগাবাইটের জিফোর্স আরটিএক্স ৫০ সিরিজ গ্রাফিক্স কার্ডগুলো ১০ শতাংশ পর্যন্ত থার্মাল পারফরম্যান্স উন্নত করে; এবং কার্ডের আকার ১০ শতাংশ পর্যন্ত কমিয়ে এনে পিসি নির্মাণ অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তোলে।

এনভিডিয়া ব্ল্যাকওয়েল দিয়ে চালিত এই জিফোর্স আরটিএক্স ৫০ সিরিজ জিপিইউ গেমার ও ক্রিয়েটরদের জন্য যুগান্তকারী সমাধান নিয়ে এসেছে। সর্বোচ্চ মাত্রার এআই হর্সপাওয়ারে সক্ষম এই আরটিএক্স ৫০ সিরিজটি একদম নতুন অভিজ্ঞতা নিশ্চিতে সহায়ক হবে। একইসাথে, এনভিডিয়া এনআইএম মাইক্রোসার্ভিসের মাধ্যমে সর্বাধুনিক এই এআই মডেলগুলো এআই-প্রেমী ও ডেভেলপারদের জন্য এনআইএম-রেডি সিস্টেমের সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করতে এআই অ্যাসিস্ট্যান্ট, এজেন্ট ও ওয়ার্কফ্লো তৈরিতে সহায়ক হবে।

এয়ার-কুলিং মডেলগুলোর ক্ষেত্রে উইন্ডফোর্স কুলিং সল্যুশনে নতুন হক ফ্যান ডিজাইন যুক্ত করেছে গিগাবাইট, যা টারব্যুলেন্স ও নয়েজ কমিয়ে ১২.৫ শতাংশ বেশি এয়ারফ্লো এবং ৫৩.৬ শতাংশ বেশি এয়ার প্রেশার নিশ্চিত করে।

ব্যবহারকারীদের বিস্তৃত চাহিদার কথা বিবেচনা করে প্রিমিয়াম অরাস এক্সট্রিম ও মাস্টার মডেল সহ গিগাবাইট অ্যারো, গেমিং, ঈগল ও উইন্ডফোর্স মডেলের সাদা রঙের ভ্যারিয়েন্ট এবং এসএফএফ-রেডি জিফোর্স কার্ডের গাইডলাইন অনুসারে তৈরি মডেল নিয়ে এসেছে গিগাবাইট জিফোর্স আরটিএক্স ৫০ সিরিজ।