ঢাকা     ১৫ জানুয়ারি ২০২৫ ||  ২ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

টুইটারের পর এবার টিকটকের মালিকানা যাচ্ছে ইলন মাস্কের কাছে

প্রকাশিত: ১৬:২৬, ১৪ জানুয়ারি ২০২৫

টুইটারের পর এবার টিকটকের মালিকানা যাচ্ছে ইলন মাস্কের কাছে

মার্কিন সামাজিক মাধ্যম টুইটার (বর্তমান নাম এক্স) কেনার পর এবার শর্ট ভিডিও অ্যাপ টিকটক কিনতে যাচ্ছেন ইলন মাস্ক। এরই মধ্যে  চীনা কর্মকর্তারা প্রাথমিক আলোচনা করছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

আমেরিকায় ‘টিকটক’-এর ভাগ্য ঝুলছে সে দেশের সুপ্রিম কোর্টের হাতে। ১৯ জানুয়ারির মধ্যে আমেরিকায় টিকটক নিষিদ্ধ করা হতে পারে কিনা তা নিয়ে শুক্রবার আড়াই ঘণ্টা যুক্তি, পাল্টা যুক্তি শুনেছে সুপ্রিম কোর্ট। শুনানি শেষে প্ল্যাটফর্মটি নিষিদ্ধ করার আইন বহাল রাখার ইঙ্গিতই দিয়েছেন বিচারপতিরা। একই সঙ্গে ইঙ্গিত দিয়েছেন, চাইলে ‘টিকটক আমেরিকাকে বিক্রি করে দিতে পারে মূল সংস্থা। অর্থাৎ, আমেরিকার বাজারে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ১৯ জানুয়ারির আগেই ‘বাইটড্যান্স’ ছেড়ে বেরিয়ে আসতে হবে টিকটককে।

তবে এখনও নাকি আশা ছাড়ছেন না ‘বাইটড্যান্স’ কর্তারা। ব্লুমবার্গের ওই প্রতিবেদন অনুযায়ী, আদালতের রায় যদি ‘টিকটক’-এর পক্ষে যায়, তা হলে টিকটক আমেরিকার মালিকানা নিজের হাতেই রাখবে মূল সংস্থা বাইটড্যান্স। কিন্তু যদি তা বিপক্ষে যায়, তা হলে নাকি তারা বিক্রি করে দিতে পারে  ইলন মাস্কের কাছে। আর যদি বিষয়টি সে দিকেই গড়ায়, তা হলে ‘টিকটক আমেরিকা’র নিয়ন্ত্রণ নেবে ইলনের মালিকানাধীন সমাজমাধ্যম ‘এক্স’। একসঙ্গে ব্যবসাও করবে। যদিও প্রতিবেদনে এ-ও বলা হয়েছে, পুরো বিষয়টির কী ভাবে নিষ্পত্তি হবে, তা নিয়ে এখনও কোনও দৃঢ় ঐকমত্যে পৌঁছতে পারেননি চিনা কর্তারা। তবে টিকটক বলছে, তারা আমেরিকায় কার্যক্রম পরিচালনার স্বত্ত্ব বিক্রি করবে না। এ নিয়ে কোনও মন্তব্য করেননি মাস্কও।

উল্লেখ্য, গত বছর চিনা সোশ্যাল মিডিয়া অ্যাপ ‘টিকটক’ আমেরিকায় পুরোপুরি নিষিদ্ধ করার জন্য আইন পাশ করেছে যুক্তরাষ্ট্র। তার আগে ২০২২ সালের ডিসেম্বরে সরকারি কর্মচারীদের চিনা অ্যাপ ‘টিকটক’ ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞাও জারি করেছিল দেশটির সেনেট। টিকটক বাতিল করার আইন পাস করে জানানো হয়েছিল, জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই ওই পদক্ষেপ। তার পরেই দেশটির সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সংস্থাটি।