ঢাকা     ২০ জানুয়ারি ২০২৫ ||  ৭ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

যুক্তরাষ্ট্রে বন্ধ টিকটক, অ্যাপ স্টোর থেকেও উধাও

প্রকাশিত: ১২:২৬, ১৯ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রে বন্ধ টিকটক, অ্যাপ স্টোর থেকেও উধাও

যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে গেলো চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। শনিবার (১৮ জানুয়ারি) রাত থেকেই বন্ধ হয়ে গেছে অ্যাপটি, সরিয়ে নেওয়া হয়েছে অ্যাপল এবং গুগল প্লে স্টোর থেকেও। রোববার থেকে কার্যকর হওয়া এক নতুন আইনের অধীনে এই নিষেধাজ্ঞার মুখে পড়েছে টিকটক।

চীনা কোম্পানি বাইটডান্সের মালিকানাধীন টিকটক যুক্তরাষ্ট্রে ব্যাপক জনপ্রিয়। দেশটিতে প্রায় ১৭ কোটি মানুষ এই অ্যাপ ব্যবহার করে থাকেন। তবে যুক্তরাষ্ট্রে গত বছর পাস হওয়া একটি আইনের আওতায় টিকটকের মূল কোম্পানি বাইটডান্স থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করার নির্দেশ দেয়া হয়েছে। গত শুক্রবার সর্বসম্মতিক্রমে এই নিষেধাজ্ঞা বহাল রাখেন মার্কিন সুপ্রিম কোর্ট।

স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১০টার দিকে ব্যবহারকারীরা টিকটকে প্রবেশের চেষ্টা করলে একটি বার্তা পান। সেখানে লেখা ছিল, যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার আইন কার্যকর হয়েছে। ফলে এই মুহূর্তে টিকটক ব্যবহার সম্ভব নয়। তবে প্রেসিডেন্ট ট্রাম্প ফের টিকটক চালু করতে একটি সমাধান খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের সঙ্গে থাকুন।

টিকটকের পাশাপাশি বাইটডান্সের অন্যান্য অ্যাপ, যেমন ক্যাপকাট এবং লেমন৮-ও যুক্তরাষ্ট্রে আর ব্যবহার করা যাচ্ছে না।