ঢাকা     ২২ জানুয়ারি ২০২৫ ||  ৯ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ইলন মাস্কের টিকটক কেনার সুযোগ রাখলেন ট্রাম্প

প্রকাশিত: ১২:০৭, ২২ জানুয়ারি ২০২৫

ইলন মাস্কের টিকটক কেনার সুযোগ রাখলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন টেসলার সিইও ইলন মাস্ক যদি চান, তাহলে তিনি সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক কিনতে পারবেন।

১৭ কোটি আমেরিকানদের ব্যবহৃত ছোট ভিডিও অ্যাপটি রবিবার থেকে কার্যকর হওয়ার কিছুক্ষণ আগে ব্যবহারকারীদের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। নতুন আইনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার কারণে চীনা মালিক বাইটড্যান্সকে অবশ্যই এটি বিক্রি করতে হবে, অথবা নিষিদ্ধ করা হবে।

ব্লুমবার্গ নিউজ গত সপ্তাহে জানিয়েছে যে চীনা কর্মকর্তারা মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম মাস্কের কাছে বিক্রি করার সম্ভাব্য বিকল্প নিয়ে প্রাথমিক আলোচনা করছেন, যদিও কোম্পানিটি তা অস্বীকার করেছে।

ট্রাম্প সোমবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যেখানে আইনটি কার্যকর করার জন্য ৭৫ দিন বিলম্ব করার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলেও মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাপল এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে টিকটক ডাউনলোড করা যায়নি।

এদিকে টিকটকের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সমালোচনা করে ইলন মাস্ক জানান, টিকটক যুক্তরাষ্ট্রে অবাধে চালু থাকলেও চীনে এক্স নিষিদ্ধ থাকা অসামঞ্জস্যপূর্ণ। এ সিদ্ধান্ত মতপ্রকাশের স্বাধীনতা নীতির প্রতি দ্বৈত আচরণ নির্দেশ করে।

প্রসঙ্গত, টিকটকের কার্যক্রম নিষিদ্ধ করতে গত মার্চে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি আইন পাস হয়। এ আইনে যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা ১৯ জানুয়ারির মধ্যে বিক্রি করতে নির্দেশ দেওয়া হয়। এবার আরও ৭৫ দিনের সময় পেয়েছে টিকটক। নির্ধারিত সময়ের মধ্যে আইনি বাধ্যবাধকতা পালন না করলে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে টিকটক।