ঢাকা     ১৬ জানুয়ারি ২০২৫ ||  ৩ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ক্যামেরার চমক নিয়ে দেশের বাজারে রেডমি নোট ১০ প্রো

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ২২:৫২, ১৮ মার্চ ২০২১

আপডেট: ২২:৫৩, ১৮ মার্চ ২০২১

ক্যামেরার চমক নিয়ে দেশের বাজারে রেডমি নোট ১০ প্রো

চীনা মোবাইল ব্যান্ড শাওমি বাংলাদেশে দশম প্রজন্মের রেডমি নোট সিরিজ উন্মোচনের ঘোষণা দিয়েছে। এই সিরিজটির দুটি মডেলের মধ্যে রেডমি নোট ১০ প্রো-তে ব্যবহার করা হয়েছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা।

রেডমি নোট ১০ প্রো ডিভাইসটিতে রয়েছে ১২০হার্জ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডিপ্লাস অ্যামোলেড ডিসপ্লে। ১০৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরার ফোনটির প্রাইমারি ক্যামেরা ১০৮ মেগাপিক্সেল। এছাড়া একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, ৫ মেগাপিক্সেলের সুপার-ম্যাক্রো এবং একটি ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। সামনে আছে ১৬ মেগাপিক্সেলের ডিসপ্লে ক্যামেরা।
এছাড়া রেডমি নোট ১০ প্রোতে রয়েছে কোয়ালকমের সর্বশেষ ৭ সিরিজের ৮ ন্যানোমিটার প্রযুক্তির শক্তিশালী স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর। এটি ৮ ন্যানোমিটার প্রযুক্তির ফিচারিং ক্র্যায়ো ৪৭০ আর্কিটেক্ট যা ২.৩ গিগাহার্জ ক্লকড। সঙ্গে আছে স্ন্যাপড্রাগন এলিট গেইমিং অ্যাড্রেনো ৬১৮ গ্রাফিক।

দীর্ঘ ব্যাকআপের জন্য রয়েছে ৫০২০ এমএএইচ ব্যাটারি, যা কোনো ধরনের দুঃশ্চিন্তা ছাড়া পুরোদমে ব্যবহারে অনায়াশে এক দিনের সাপোর্ট পাওয়া যায়। এর ৩৩ ওয়াটের চার্জার ০ থেকে ৫৯ শতাংশ চার্জ হবে মাত্র ৩০ মিনিটে।

নতুন ইভল ডিজাইনের রেডমি নোট ১০ সিরিজটির দ্বিতীয় ফোনটিতে রয়েছে ৬.৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। ৪৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরার ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি ২ মেগাপিক্সেলের ডেফথ ও একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। সেলফির জন্য সামনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা।

রেডমি নোট ১০ ডিভাইসটি প্রথমবারের মতো আসছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৭৮ প্রসেসরে। এতে থাকছে ৮এক্স ক্র্যায়ো ৪৬০ ক্লকড আপটু ২.২ গিগাহার্জ। ডিভাইসটিতে স্ন্যাপড্রাগন অ্যাড্রেনো ৬১২ গ্রাফিক্স চিপসেট এবং ৬ জিবি পর্যন্ত এলপিডিডিআর৪এক্স র‍্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ। বড় ব্যাকআপের ৫০০০এমএএইচ ব্যাটারি, সঙ্গে ৩৩ ওয়াটের চার্জার থাকছে বক্সে। রেডমি নোট ১০ ডিভাইসে ০ থেকে ৬৭ শতাংশ চার্জ হবে মাত্র ৩০ মিনিটে।

রেডমি নোট ১০ প্রো পাওয়া যাবে অনিক্স গ্রে, গ্যাডিয়েন্ট ব্রোঞ্জ এবং গ্ল্যাসিয়ার ব্লু কালারে। দাম ৬জিবি+৬৪জিবি ২৬,৯৯৯ টাকা, ৬জিবি+১২৮জিবি ২৭,৯৯৯ টাকা এবং ৮জিবি+১২৮জিবি ২৯,৯৯৯ টাকা।

আর রেডমি নোট ১০ আসছে পেবল হোয়াইট লেক গ্রিন ও অনিক্স গ্রে কালার ভ্যারিয়েন্টে। ৪জিবি+৬৪জিবি ১৯,৯৯৯ টাকা, ৪জিবি+১২৮জিবি ২০,৯৯৯ টাকা এবং ৬জিবি+১২৮জিবি ২১,৯৯৯ টাকা।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, দেশে রেডমি নোট সিরিজের প্রথম ডিভাইস থেকে এখন পর্যন্ত নোট সিরিজটি গেইম চেঞ্জার হিসেবে স্থান করে নিয়েছে। এর সুপার ফাস্ট পারফরম্যান্স ও মিড রেঞ্জ সেগমেন্টে এখনো এর উত্তরাধিকার ধরে রেখেছে। রেডমি নোট ১০ সিরিজে রয়েছে ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশন। ১২০ হার্জ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে প্রযুক্তি সিরিজটিকে ইন্ডাস্ট্রিতে নতুন একটি বেঞ্চমার্ক স্থাপন করবে।