ঢাকা     ১২ ফেব্রুয়ারি ২০২৫ ||  ৩০ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ওপেনএআই কিনতে ইলন মাস্কের বড় অঙ্কের প্রস্তাব

প্রকাশিত: ১৫:২১, ১১ ফেব্রুয়ারি ২০২৫

ওপেনএআই কিনতে ইলন মাস্কের বড় অঙ্কের প্রস্তাব

ইলন মাস্কের নেতৃত্বাধীন একটি বিনিয়োগকারী সংস্থা চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই কিনতে ৯৭.৪ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে।

মাস্কের এমন প্রস্তাবের জবাবে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ ওপেনএআই এর প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান বলেন, ‘না ধন্যবাদ, তবে আপনি চাইলে আমরা টুইটার ৯ দশমিক ৭৪ বিলিয়ন ডলারে কিনে নিতে পারি।

তবে মাস্কের পক্ষ থেকে দেওয়া ৯৭ দশমিক ৪ বিলিয়ন ডলারের প্রস্তাবটি ওপেনএআই-এর সর্বশেষ বাজারমূল্যের তুলনায় অনেক কম। ২০২৪ সালের অক্টোবর মাসে ওপেনএআই সর্বশেষ তহবিল সংগ্রহ করেছিল, তখন তার বাজারমূল্য ছিল ১৫৭ বিলিয়ন ডলার। তবে বর্তমানে ওপেনএআই-এর মূল্য ৩০০ বিলিয়ন ডলার হওয়ার সম্ভাবনা আছে, যা মাস্কের প্রস্তাবের তুলনায় অনেক বেশি।

ইলন মাস্ক ২০১৫ সালে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে স্যাম অল্টম্যানের সাথে ওপেনএআই এর সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। কিন্তু কোম্পানিটি যাত্রা শুরু করার আগেই মাস্ক প্রতিষ্ঠানটি ছেড়ে দেন।