![ওপেনএআই কিনতে ইলন মাস্কের বড় অঙ্কের প্রস্তাব ওপেনএআই কিনতে ইলন মাস্কের বড় অঙ্কের প্রস্তাব](https://www.biztech24.com/media/imgAll/2023January/Elon-Musk-OpenAI-2502110921.jpg)
ইলন মাস্কের নেতৃত্বাধীন একটি বিনিয়োগকারী সংস্থা চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই কিনতে ৯৭.৪ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে।
মাস্কের এমন প্রস্তাবের জবাবে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ ওপেনএআই এর প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান বলেন, ‘না ধন্যবাদ, তবে আপনি চাইলে আমরা টুইটার ৯ দশমিক ৭৪ বিলিয়ন ডলারে কিনে নিতে পারি।
তবে মাস্কের পক্ষ থেকে দেওয়া ৯৭ দশমিক ৪ বিলিয়ন ডলারের প্রস্তাবটি ওপেনএআই-এর সর্বশেষ বাজারমূল্যের তুলনায় অনেক কম। ২০২৪ সালের অক্টোবর মাসে ওপেনএআই সর্বশেষ তহবিল সংগ্রহ করেছিল, তখন তার বাজারমূল্য ছিল ১৫৭ বিলিয়ন ডলার। তবে বর্তমানে ওপেনএআই-এর মূল্য ৩০০ বিলিয়ন ডলার হওয়ার সম্ভাবনা আছে, যা মাস্কের প্রস্তাবের তুলনায় অনেক বেশি।
ইলন মাস্ক ২০১৫ সালে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে স্যাম অল্টম্যানের সাথে ওপেনএআই এর সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। কিন্তু কোম্পানিটি যাত্রা শুরু করার আগেই মাস্ক প্রতিষ্ঠানটি ছেড়ে দেন।