ঢাকা     ১২ ফেব্রুয়ারি ২০২৫ ||  ৩০ মাঘ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

দেশের বাজারে অপোর নতুন স্মার্টফোন রেনো১৩

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৫, ১২ ফেব্রুয়ারি ২০২৫

দেশের বাজারে অপোর নতুন স্মার্টফোন রেনো১৩

চীনা স্মার্টফোন কোম্পানি অপো দেশের বাজারে নিয়ে এসেছে আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির ফিচার সম্বলিত নতুন স্মার্টফোন। ‘অপো রেনো১৩ সিরিজ’ এর দু’টি মডেল হচ্ছে- ‘অপো রেনো১৩ ৫জি’ এবং ‘অপো রেনো১৩ এফ’।

এই স্মার্টফোনে রয়েছে ‘আইপি৬৯-রেটেড ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স’, যা ধুলোবালি ও পানি থেকে ডিভাইসটিকে সুরক্ষা দিতে সক্ষম। এ ফিচারটি ব্যবহারকারীদের পানির ২ মিটার তলদেশেও ৩০ মিনিট পর্যন্ত স্বচ্ছ ছবি ও ভিডিও ধারণের সুযোগ করে দেবে।

রেনো১৩ সিরিজে আরো রয়েছে ‘এআই লাইভফটো’র নতুন ফিচার, যেটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে বিদ্যমান লাইভ ফটো সুবিধাকে বৃদ্ধি করে। দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য ‘অপো রেনো১৩ সিরিজ’-এ রয়েছে, এআই সম্বলিত আরো কিছু উন্নত প্রযুক্তির ডকুমেন্টেশন টুলস।

‘রেনো১৩ ৫জি’ স্মার্টফোনটিতে রয়েছে- ১২০ হার্টজ রিফ্রেশ রেট এর ৬.৫৯ ইঞ্চি ডিসপ্লে, ৫৬০০এমএএইচ ব্যাটারি, ৮০ওয়াট সুপারভোগ চার্জিং, ১২জিবি র্যা ম (১২জিবি এক্সটেন্ডেড), এবং ২৫৬জিবি রম। স্মার্টফোনটি পাওয়া যাবে ‘পাম হোয়াইট’ এবং  ‘লুমিনাস ব্লু’ রঙে ৬৯,৯৯০ টাকায়।

এছাড়া-  রেনো১৩ এফ এ রয়েছে- ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চি ওলেড ডিসপ্লে, ৫৮০০এমএএইচ ব্যাটারি, ৪৫ওয়াট সুপারভোগ চার্জিং, ৮জিবি র্যা ম (৮জিবি এক্সটেন্ডেড) এবং ২৫৬জিবি রম। এ স্মার্টফোনটি পাওয়া যাবে পাম পার্পল এবং গ্রাফাইট গ্রে রঙে ৩৪,৯৯০ টাকায়।