ঢাকা     ০৯ মার্চ ২০২৫ ||  ২৫ ফাল্গুন ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বঙ্গবন্ধু স্যাটেলাইট এখন বাংলাদেশ স্যাটেলাইট-১

প্রকাশিত: ১১:৫৬, ৪ মার্চ ২০২৫

বঙ্গবন্ধু স্যাটেলাইট এখন বাংলাদেশ স্যাটেলাইট-১

বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) রাখা হয়েছে। সোমবার (৩ মার্চ) নাম পরিবর্তন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদের বৈঠকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) করার প্রস্তাব প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রকল্পের মাধ্যমে ২০১৮ সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। এরপর ২০২২ সালের ৩১ জানুয়ারি স্যাটেলাইটটির মালিকানা বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) কাছে হস্তান্তর করা হয়।  

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে বিএসসিএল গঠন করা হয় স্যাটেলাইট পরিচালনা করার জন্য। বঙ্গবন্ধু স্যাটেলাইট তৈরি করেছে ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস।

২০১৮ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয়। এর মাধ্যমে ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইটের ক্লাবে যুক্ত হয় বাংলাদেশ।