ঢাকা     ১২ মার্চ ২০২৫ ||  ২৮ ফাল্গুন ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

স্যামসাং হোম অ্যাপ্লায়েন্সে বিশেষ ঈদ ক্যাম্পেইন শুরু

প্রকাশিত: ১১:৫৩, ১২ মার্চ ২০২৫

স্যামসাং হোম অ্যাপ্লায়েন্সে বিশেষ ঈদ ক্যাম্পেইন শুরু

প্রিমিয়াম হোম অ্যাপ্লায়েন্সের মাধ্যমে ঈদুল ফিতরকে আনন্দময় করতে স্যামসাং নিয়ে এসেছে বিশেষ ক্যাম্পেইন ‘ঈদের খুশি স্যামসাংয়ে বেশি!’ এর আওতায় টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেনে বিশেষ ক্যাশব্যাক ও এক্সচেঞ্জ অফার মিলছে। ক্যাম্পেইনটি আগামী ১৫ এপ্রিল পর্যন্ত চলবে।

এই ক্যাম্পেইনের আওতায় স্যামসাং পণ্য কিনে ২০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার এবং ৪০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার সুবিধা নেয়া যাবে। পাশাপাশি, ৩৬ মাস পর্যন্ত সহজ ইএমআই সুবিধাও থাকছে। ক্যাম্পেইনের আকর্ষণীয় ডিলে ৫৫ ইঞ্চির ফোরকে ইউএইচডি টিভি ডিইউ৮০০০, ১৬,৪০০ টাকা ছাড়ে কেনা যাবে ৯৩,৫০০ টাকায়। এছাড়া ৫,০০০ টাকা ছাড়ে টপ মাউন্ট ফ্রিজার আরটি৩১ বি১ (৩০৫ লিটার নেট ক্যাপাসিটি) কেনা যাবে ৮৫,৯০০ টাকায়।

৪৩ডিইউ৮০০০ টিভিটির আসল মূল্য ৬৯,৯০০ টাকা হলেও, ১১ হাজার টাকা ছাড়ে ৫৮,৯০০ টাকা কেনা যাবে। ১৫৯,৯০০ টাকা মূল্যের ৬৫ডিইউ৮০০০ মডেলের টিভির দাম ৩৩ হাজার টাকার ক্যাশব্যাক ও ৩ হাজার টাকার এক্সচেঞ্জ অফারের পর হবে ১২৩,৯০০ টাকা মাত্র। ব্র্যান্ডটির এস৯৫ডি সিরিজের নতুন ৬৫ ইঞ্চি ওএলইডি টিভি পাওয়া যাচ্ছে মাত্র ৩৯৫,৯০০ টাকায়।

ডিজিটাল ইনভার্টার কম্প্রেসরে ২০ বছরের ওয়্যারেন্টি সহ স্যামসাংয়ের রেফ্রিজারেটরের মডেলভেদে রয়েছে অবিশ্বাস্য সুবিধা। এর আরটি৩৫ ২২ (৩৪৫ লিটার নেট ক্যাপাসিটি, মেইড ইন থাইল্যান্ড, এআই সহ বিস্পোক টিএমএফ) ৭ হাজার টাকা ক্যাশব্যাকে মাত্র ১০৯,৯০০ টাকায় পাওয়া যাবে। এছাড়া বেস্ট ডিলে আরটি৪২ বি১ (৪৬৫ লিটার নেট ক্যাপাসিটি, মেইড ইন থাইল্যান্ড, মেটাল টিএমএফ) ১০ হাজার টাকা ক্যাশব্যাক অফারে মাত্র ১১৯,৯০০ টাকায় পাওয়া যাবে।

ঈদের এই বিশেষ ক্যাম্পেইনকে সামনে রেখে টপলোড এবং ফ্রন্টলোড ওয়াশিং মেশিনের সাথে থাকছে ২ লিটার লিকুইড ডিটারজেন্ট সম্পূর্ণ ফ্রি। স্যামসাং-এর সকল ওয়াশিং মেশিনের ডিজিটাল ইনভার্টার মোটরে আছে ২০ বছরের ওয়ারেন্টি এবং মাইক্রোওয়েভ ওভেনের সিরামিক এনামেল কোটিংয়ে আছে ১০ বছরের ওয়ারেন্টি।

এই ক্যাম্পেইন বিষয়ে স্যামসাং বাংলাদেশের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “এই বছর ঈদের আনন্দকে আরও বহুগুণ বাড়াতে ক্রেতাদের জন্য সেরা মানের হোম অ্যাপ্লায়েন্সে অবিশ্বাস্য সব অফার নিয়ে এসেছি আমরা। আকর্ষণীয় সব ডিল আর স্বাচ্ছন্দ্যদায়ক পেমেন্ট অপশন সুবিধা আছে ‘ঈদের খুশি স্যামসাংয়ে বেশি’ ক্যাম্পেইনটিতে। ”

এই অফারগুলো ইলেকট্রা ইন্টারন্যাশনাল, র‍্যাংগস ইমার্ট, ট্রান্সকম ডিজিটাল সহ স্যামসাং অনুমোদিত সকল আউটলেটে পাওয়া যাবে।