ঢাকা     ১২ মার্চ ২০২৫ ||  ২৮ ফাল্গুন ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বাংলাদেশের বাজারে আসছে অনারের ‘এক্স৯সি’ স্মার্টফোন

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৪, ১২ মার্চ ২০২৫

বাংলাদেশের বাজারে আসছে অনারের ‘এক্স৯সি’ স্মার্টফোন

প্রযুক্তি ব্র্যান্ড অনার দেশের বাজারে নিয়ে আসছে এক্স৯সি স্মার্টফোন। আনব্রেকেবল এআই স্মার্টফোন – এই স্লোগান নিয়ে এই স্মার্টফোনটির অগ্রিম বুকিং ইতোমধ্যেই শুরু হয়েছে। দেশের বাজারে স্মার্টফোনটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে আগামী ১৮ মার্চ।

অনার এক্স৯সি -তে রয়েছে ৬,৬০০ মিলি অ্যাম্পিয়ার-আওয়ারের আল্ট্রা-লার্জ সিলিকন-কার্বন ব্যাটারি, যা ইতোমধ্যেই স্মার্টফোন ব্যাটারির নতুন মানদণ্ড স্থাপন করেছে। ব্যবহারকারীরা মাত্র একবার চার্জে ফোনটিতে ৪৮.৪ ঘণ্টা পর্যন্ত মিউজিক স্ট্রিমিং করতে পারবেন এবং ২৫.৮ ঘণ্টা পর্যন্ত অনলাইন ভিডিও দেখতে পারবেন। সম্প্রতি, ডিএক্সওমার্ক ব্যাটারি র‍্যাঙ্কিংয়ে এ অনার এক্স৯সি প্রথম স্থান অর্জন করেছে। ডিভাইসটির সাথে রয়েছে ৬৬ ওয়াটের দ্রুতগতির চার্জার, যার মাধ্যমে মাত্র স্মার্টফোনটি মাত্র ৪২ মিনিটে ০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ হবে।

অনার এক্স৯সি স্মার্টফোনটিতে এ নতুন প্রজন্মের অ্যান্টি-ড্রপ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর ফলে, ২ মিটার উচ্চতা থেকে পড়লেও ফোনটি সুরক্ষিত থাকবে। এর আল্ট্রা-টেম্পারড গ্লাস ও রেজিস্ট্যান্স শিল্ড ফোনের ডিসপ্লে সুরক্ষিত রাখবে এবং বেজিয়ার কার্ভ ডিজাইন সুরক্ষিত রাখবে ফোনের চার কোণাকে। ডিভাইসটিতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৮ ইঞ্চির আই-কমফোর্ট ওএলইডি ডিসপ্লে।

স্মার্টফোনটিতে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের আল্ট্রা-সেন্সিং ক্যামেরা। ক্যামেরাটির ওআইএস (অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) ফিচার চলমান অবস্থায় ঝাঁকুনি ও অস্পষ্টতা কমিয়ে সুস্পষ্ট ও নিখুঁত ছবি ধারণে সহায়তা করবে। অ্যান্ড্রয়েড ১৪ এর ওপর ভিত্তি করে অনারের নিজস্ব ম্যাজিকওএস ৮.০ অপারেটিং সিস্টেম সমর্থিত এ স্মার্টফোনটি ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো নিরবচ্ছিন্নভাবে ব্যবহার করতে পারবেন।

দেশের বাজারে ফোনটি টাইটেনিয়াম ব্ল্যাক, টাইটেনিয়াম পার্পল ও জেইড সায়ান রঙে পাওয়া যাবে। ক্রেতারা স্মার্টফোনটি অগ্রিম বুকিং দিতে পারবেন এই ওয়েবসাইটে (https://smart-honor.com/) গিয়ে। প্রি-বুকিং-এ গিফট হিসেবে থাকছে এক্সক্লুসিভ অনার ব্যাকপ্যাক ও কাস্টোমাইজড ব্যাক কাভার; সাথে দুই বছরের অফিশিয়াল ওয়্যারেন্টি।