
ঈদে নতুন স্মার্টফোন নিতে চান। ভালো মানের প্রসেসর, ক্যামেরা, ডিসপ্লে, ব্যাটারিসহ নতুন নতুন ফিচার চান? আপনি যদি সাশ্রয়ী দামে প্রিমিয়াম ফিচার সমৃদ্ধ স্মার্টফোন খুঁজে থাকেন তাহলে নিচের তথ্যগুলো আপনার কাজে লাগবে। এই ঈদে বেশির ভাগ মোবাইল কোম্পানি নতুন ফিচার সমৃদ্ধ স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে। এর মধ্যে বেশির ভাগ কোম্পানি তাদের স্মার্টফোনের ক্যামেরায় এআই প্রযুক্তি ব্যবহার করেছে। এছাড়া পানিরোধী প্রযুক্তিও নিয়ে এসেছে কিছু কোম্পানি। এর মধ্য থেকে বেছে নিতে পারেন আপনার পছন্দের স্মার্টফোনটি।
ভিভো: চীনা জনপ্রিয় ব্যান্ড ভিভো সম্প্রতি দুইটি মডেল বাজারে নিয়ে এসেছে। ওয়াই সিরিজের ভিভো ওয়াই২৯ এ আছে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্লুভোল্ট ব্যাটারি। সাথে রয়েছে ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি। ৬.৬৮ ইঞ্চি ডিসপ্লের ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল এইচডি মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর দ্বারা চালিত ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি রমসহ ফোনটির দাম ২৩,৯৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি রম এবং ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি রমের ভিভো ওয়াই২৯ ফোনের দাম যথাক্রমে ২১,৯৯৯ এবং ১৯,৯৯৯ ও টাকা। এছাড়া ওয়াই১৯এস এ ৫৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ৬.৬৮ ইঞ্চি ক্যাপাসিটিভ মাল্টিটাচ ও ৯০ হার্জ ডচ ডিসপ্লের ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল রিয়ার ব্যাক ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ৪ জিবি র্যাম ও ১২৮জিবি রম এবং ৬ জিবি র্যাম ও ১২৮জিবি রমের এ স্মার্টফোনের দাম যথাক্রমে ১৫,৪৯৯ এবং ১৬,৯৯৯ টাকা।
গ্রাহকদের ঈদের আনন্দকে আরও স্মরণীয় করে তুলতে পেরে ভিভো বাংলাদেশের কান্ট্রি ব্র্যান্ড ম্যানেজার তানজীব আহমেদ বলেন, আমরা সবসময় গ্রাহকদের উন্নত প্রযুক্তি এবং পারফরম্যান্স দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ভিভো ওয়াই সিরিজের স্মার্টফোনগুলি চমৎকার ফিচার সরবরাহ করে, যা ঈদে স্মার্টফোন কেনার সিদ্ধান্তটি তাদের জন্য আরও সহজ করে তুলবে।
অপো: চীনা জনপ্রিয় আরেকটি ব্যান্ড অপো বাজারে নিয়ে এসেছে ‘অপো এ৫ প্রো’। স্মার্টফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল সক্ষমতার আল্ট্রা-ক্লিয়ার মূল ক্যামেরার পাশাপাশি ২ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফটোগ্রাফিপ্রেমীরা স্মার্টফোনটি দিয়ে পানির নিচেও ছবি তুলতে পারবেন। স্মার্টফোনটিতে রয়েছে- ৪৫ ওয়াট স্মার্ট চার্জিং সমন্বয়ে ৫,৮০০ এমএএইচ সক্ষমতার ব্যাটারি। ‘অপো এ৫ প্রো’ (৮জিবি + ১২৮ জিবি) অলিভ গ্রিন ও মোকা ব্রাউন রঙে পাওয়া যাচ্ছে এবং এটির প্রি-অর্ডার মূল্য ২৩,৯৯০ টাকা। যেসব ক্রেতারা প্রি-অর্ডার করবেন তারা একটি পোর্টেবল মিনি স্পিকার এর সঙ্গে অপো সুপার শিল্ড কার্ড পাবেন।
এছাড়া ‘অপো রেনো১৩ সিরিজের দু’টি মডেল নিয়ে এসেছে চীনা স্মার্টফোন কোম্পানিটি। রেনো১৩ ৫জি’ স্মার্টফোনটিতে রয়েছে- ১২০ হার্টজ রিফ্রেশ রেট এর ৬.৫৯ ইঞ্চি ডিসপ্লে, ৫৬০০এমএএইচ ব্যাটারি, ৮০ওয়াট সুপারভোগ চার্জিং, ১২জিবি র্যা ম (১২জিবি এক্সটেন্ডেড), এবং ২৫৬জিবি রম। স্মার্টফোনটি পাওয়া যাবে ‘পাম হোয়াইট’ এবং ‘লুমিনাস ব্লু’ রঙে ৬৯,৯৯০ টাকায়। আর রেনো১৩ এফ এ রয়েছে- ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চি ওলেড ডিসপ্লে, ৫৮০০এমএএইচ ব্যাটারি, ৪৫ওয়াট সুপারভোগ চার্জিং, ৮জিবি র্যা ম (৮জিবি এক্সটেন্ডেড) এবং ২৫৬জিবি রম। এ স্মার্টফোনটি পাওয়া যাবে পাম পার্পল এবং গ্রাফাইট গ্রে রঙে ৩৪,৯৯০ টাকায়।
শাওমি: চীনা আরেকটি জনপ্রিয় ব্যান্ড শাওমির রেডমি নোট ১৪ বাজারে রয়েছে। ফ্ল্যাগশিপ মানের এই স্মার্টফোনে আছে ১০৮ মেগাপিক্সেল এআই ক্যামেরা সেটআপ। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ৬ ন্যানোমিটারের মিডিয়াটেকের হেলিও জি-৯৯ আল্ট্রা চিপসেট। ৬.৬৭ ইঞ্চির একটি উজ্জ্বল ও কালারফুল অ্যামোলেড ডিসপ্লে। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ৫৫০০ এমএএইচ ব্যাটারি। চার্জিং এর জন্য রয়েছে ৩৩ ওয়াটের ইনবক্স টার্বো চার্জিং। মিডনাইট ব্ল্যাক, মিস্ট পার্পল, লাইম গ্রিন, এবং ওশান ব্লুর শাওমি রেডমি নোট ১৪ দুইটি র্যাম অপশনে পাওয়া যাবে। ৬জিবি+ ১২৮জিবি ও ৮ জিবি + ২৫৬ জিবি। প্রতিটি ভ্যারিয়েন্টের জন্য মূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ২৩,৯৯৯ টাকা এবং ২৬,৯৯৯ টাকা।
ওয়ালটন: দেশীয় টেক কোম্পানি ওয়ালটন নিয়ে এসেছে ‘জেনন’ সিরিজের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স৯১’। ৬৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স৬৮২ প্রাইমারি ক্যামেরার ফোনটিতে রয়েছে ৬ ন্যানোমিটারের হিলিও জি১০০ প্রসেসর। ১২০ হার্জ রিফ্রেশ রেটের ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস থ্রি—ডি কারভড অ্যামোলেড ডিসপ্লে। ফোনটির টাচ স্যাম্পিস্নং রেট ৩৬০ হার্জ। সেলফির জন্য সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে পরিচালিত এই ফোনে ২৪ জিবি র্যাপিড মেমোরি ব্যবহৃত হয়েছে। ভ্যাট ব্যতীত ফোনটির দাম ৩০ হাজার ৯৯৯ টাকা।
অনার: প্রযুক্তি ব্র্যান্ড অনার দেশের বাজারে নিয়ে আসছে এক্স৯সি স্মার্টফোন। ৬,৬০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির ফোনটির সাথে রয়েছে ৬৬ ওয়াটের দ্রুতগতির চার্জার। ডিভাইসটিতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৮ ইঞ্চির আই-কমফোর্ট ওএলইডি ডিসপ্লে। স্মার্টফোনটিতে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের আল্ট্রা-সেন্সিং ক্যামেরা। স্মার্টফোনটি আগামী ১৮ মার্চ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে।
নকিয়া: ২৫ বছর আগের চমক নিয়ে হাজির হয়েছে নকিয়া। ১৯৯৯ সালের জনপ্রিয় ৩২১০ মডেলের ফোনটি আবারও বাজারে নিয়ে এসেছে কোম্পানিটি। আগের চেয়েও দেখতে স্টাইলিশ ৩২১০ মডেলের ফোনটিতে যুক্ত হয়েছে অনেক ফিচার। দাম ৬ হাজার ৫০০ টাকা। ২ দশমিক ৪ ইঞ্চি ডিসপ্লের ফোনটিতে আছে দুই মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং রিয়ার ফ্ল্যাশ এলইডি। ফোনটিতে ফোরজি ডুয়াল সিম ব্যবহার করে কথা বলা যাবে প্রায় ৯ দশমিক ৮ ঘণ্টা পর্যন্ত। ব্যাটারি ১৪৫০ এমএএইচের। ফোনের ইন্টারনাল মেমরি ১২৮ মেগাবাইট সঙ্গে ৩২ জিবি মাইক্রো এসডি কার্ড সাপোর্ট রয়েছে। ৬৪ মেগাবাইটের র্যাম আছে এই ফোনে।