
এডিসন গ্রুপের প্রিমিয়াম হ্যান্ডসেট ব্র্যান্ড হেলিও বাজারে নিয়ে এসেছে নতুন স্মার্টফোন হেলিও ১০০। অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চালিত হ্যান্ডসেটটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক এর গেমিং চিপসেট।
৬.৬৭ ইঞ্চি ১২০ হার্জের ফুল এইচডি প্লাস থ্রিডি কার্ভড এমোলেড ডিসপ্লের স্মার্টফোনটি রয়েছে আয়রণ গার্ড গ্লাস, যার কারনে হাত থেকে পড়ে গেলেও ডিসপ্লে সুরক্ষা থাকবে। এছাড়াও আছে ইন-ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে।
চিপসেট হিসেবে এই হ্যান্ডসেটটিতে আছে মিডিয়াটেক এর গেমিং চিপসেট ৬ ন্যানোমিটার এবং প্রসেসরে আছে বিদ্যুৎ গতির ২.২ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর। এতে আছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি UMCP টাইপ ইন্টার্নাল স্টোরেজ। UMCP মেমরি প্রযুক্তি থাকার কারনে ডেটা ট্রান্সফার হবে অনেক দ্রুত।
ফটোগ্রাফি প্রেমীদের জন্য, হেলিও ১০০ নিয়ে এসেছে ৬৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৬৮২ সেন্সর যার এ্যাপারচার f/1.9, যার মাধ্যমে স্বল্প আলোতেও উজ্জ্বল এবং ভালো মানের ছবি তোলা যাবে। এছাড়াও সাথে রয়েছে একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহ ফেস ফোকাস ফিচারটি ব্যবহার করে তোলা যাবে নিখুঁত সব সেলফি।
এই স্মার্টফোনটিতে রয়েছে ৫০০০mAh লি-পলিমার ব্যাটারি। এ ছাড়া দ্রুত চার্জ করার জন্য হ্যান্ডসেটটির সাথে থাকছে ৩৩ ওয়াট এর ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত চার্জার। বৃষ্টি বা ধুলো বালি থেকে রক্ষা পেতে এই স্মার্টফোনটিতে আছে আইপি ৬৪ এর রেটিং। কসমিক গোল্ড এবং সুপার নোভা ব্লু সহ হেলিও ১০০ এর দাম ১৯ হাজার ৯৯৯ টাকা।
হেলিও ১০০ সম্পর্কে এডিসন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শাহিদ বলেন, স্মার্টফোন শুধু একটি ডিভাইস নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের অংশ। হেলিও ১০০ সেই অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, যেখানে শক্তি, গতি ও প্রিমিয়াম ডিজাইনের মিশ্রণ ঘটেছে।