
ইলন মাস্কের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহার শুরু হতে যাচ্ছে আগামী ৯ এপ্রিল। এর মধ্যদিয়ে উচ্চগতি, নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবার নতুন অধ্যায়ে প্রবেশ করবে বাংলাদেশ।
এরইমধ্যে রাজধানীর একটি হোটেলে স্টারলিংকের পরীক্ষামূলক ইন্টারনেট চালু করে তার গতি যাচাই করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে সেই স্পিড টেস্টের ছবি প্রকাশ করেছেন। বিশ্লেষণে দেখা যায়, ডাউনলোড স্পিড ছিল ২৩০ এমবিপিএস এবং আপলোড স্পিড ২০ এমবিপিএস। ল্যাটেন্সি রেকর্ড হয়েছে ৫০ থেকে ৫৩ মিলিসেকেন্ডের মধ্যে।
এ সময় স্টারলিংকের সার্ভার ছিল সিঙ্গাপুর ও হংকংয়ে এবং ক্লায়েন্ট লোকেশন হিসেবে দেখা গেছে মালয়েশিয়ার কুয়ালালামপুর। পরীক্ষামূলক এ ব্যবহারের অভিজ্ঞতা নিয়ে তথ্যপ্রযুক্তি উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, আজকের ঘটনা! সবাই অসম্ভব দ্রুততার সাথে কাজ করছে। টিম প্রফেসর ইউনূস!
এই সেবার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে ৯ এপ্রিল, ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে চারদিনব্যাপী ‘বিনিয়োগ সম্মেলন ২০২৫’-এর উদ্বোধনের মধ্য দিয়ে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত এ আয়োজনে অংশ নিচ্ছেন ৫০টিরও বেশি দেশ থেকে ৫৫০ জন প্রতিনিধি এবং বাংলাদেশ থেকে থাকবেন প্রায় ২ হাজার অংশগ্রহণকারী। স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করে পুরো সম্মেলনের প্রতিটি ইভেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।