ঢাকা     ১৬ এপ্রিল ২০২৫ ||  ২ বৈশাখ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

অপোর নতুন স্মার্টফোন রেনো ১৩ ৫জি

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৫, ১৫ এপ্রিল ২০২৫

অপোর নতুন স্মার্টফোন রেনো ১৩ ৫জি

বাংলা নতুন বছরে অপো বাংলাদেশ প্রযুক্তিপ্রেমীদের জন্য নিয়ে এসেছে নতুন স্মার্টফোন ‘অপো রেনো১৩ ৫জি’। পানিরোধী এই স্মার্টফোনে রয়েছে- ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় আইপি৬৯ রেটিং; আন্ডারওয়াটার ফটোগ্রাফি সক্ষমতা- যাতে পানির নিচেও স্মৃতিময় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করা সম্ভব।

অপোর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির এই ফোনে রয়েছে এআই-পাওয়ারড এডিটিং টুলস। যাতে ছবির অপ্রয়োজনীয় বিষয়গুলো সহজেই মুছে ফেলা যায়, আর এ জন্য রয়েছে এআই ইরেজার ২.০; এছাড়া ছবিতে সূর্যের আলো কিংবা পানির যেকোনো অযাচিত আবহ বা ইফেক্ট সহজেই এআই রিফ্লেকশন রিমুভার দিয়ে মুছে ফেলা সম্ভব; মুঠোবন্দি করা ছবি আরো স্পষ্ট করা যাবে এআই আনব্লার টুলস ব্যবহার করে এবং ছবির ডিটেইল নিশ্চিত করবে এআই ক্লিয়ারিটি এনহেন্সার। তাই ছবি তোলা থেকে শুরু করে এডিট এবং সামাজিক মাধ্যমে পোস্ট করার পুরো প্রক্রিয়াটি নির্বিঘ্ন করবে ‘অপো রেনো১৩ ৫জি’।

বাংলাদেশের অপো’র সব আউটলেট ও অনলাইন প্ল্যাটফর্মে এখন-ই পাওয়া যাচ্ছে, ‘অপো রেনো১৩ ৫জি’ এবং এই মোবাইলের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৬৯ হাজার ৯৯০ টাকা।