ঢাকা     ১৯ এপ্রিল ২০২৫ ||  ৫ বৈশাখ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

লাইসেন্সের জন্য বিটিআরসিতে স্টারলিংকের আবেদন

প্রকাশিত: ১৪:৩৮, ১৬ এপ্রিল ২০২৫

লাইসেন্সের জন্য বিটিআরসিতে স্টারলিংকের আবেদন

স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা চালুর জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে লাইসেন্সের জন্য আবেদন করেছে মার্কিন ধনকুবের ইলন মাস্কের কোম্পানি স্টারলিংক। বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।

সংস্থাটির চেয়ারম্যান জানান, বেশ কয়েকটি বৈশ্বিক স্যাটেলাইট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশে সেবা দেওয়ার আগ্রহ দেখিয়েছে। তবে, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মার্কিন কোম্পানি স্টারলিংক আবেদন করেছে।

বিটিআরসির অনুমোদন পেলে নন-জিওস্টেশনারি অরবিট (এনজিএসও) নীতিমালার আওতায় লাইসেন্স পাওয়া প্রথম প্রতিষ্ঠান হবে স্টারলিংক। এই নীতিমালা অনুযায়ী, আবেদন ও প্রক্রিয়াকরণ ফি নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ টাকা, লাইসেন্স ফি ১০ হাজার ডলার এবং বার্ষিক ফি ৩০ হাজার ডলার।

এ ছাড়া, প্রতিটি টার্মিনালের জন্য বার্ষিক স্টেশন বা টার্মিনাল ফি হিসেবে এক ডলার করে আদায় করা হবে। তবে শুধুমাত্র আইওটি সেবা দেওয়ার জন্য ব্যবহৃত টার্মিনালের জন্য কোনো ফি দিতে হবে না। লাইসেন্সধারীদের প্রথম দুই বছর কোনো আয় ভাগাভাগির বাধ্যবাধকতা থাকছে না। তবে তৃতীয় থেকে পঞ্চম বছর পর্যন্ত মোট আয়ের তিন শতাংশ এবং ষষ্ঠ বছর থেকে আয়ের সাড়ে পাঁচ শতাংশ সরকারকে দিতে হবে।